এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার অর্থাৎ বিসিসিআই প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তবে এবার কি ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এআইএফএফ এর প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন বাইচুং ভুটিয়া? তেমনি জল্পনা উস্কে দিলেন পাহাড়ি বিছে।
দেশজুড়ে লকডাউনের জেরে এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া। গৃহবন্দি অবস্থায় তিনি মাঝের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে যুক্ত হচ্ছেন ফুটবল ভক্তদের সঙ্গে। স্যোসাল মিডিয়ায় এক ফুটবল ভক্ত বাইচুং ভুটিয়াকে প্রশ্ন করেন ভবিষ্যতে কি আপনি এএইএফফ এর প্রেসিডেন্ট পদে বসতে চান? এই প্রশ্নের উত্তরে বাইচুং ভুটিয়া জানান ভবিষ্যতে অবশ্যই সুযোগ পেলে এআইএফএফ এর প্রেসিডেন্ট পদে বসার ইচ্ছা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার যাবতীয় ফোকাস ভারতের যুব ফুটবলের উন্নয়নের দিকে। এখন সেটাই মন দিয়ে করে যেতে চাই।
2012 সালে প্রথমবারের জন্য এআইএফএফ প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন প্রফুল্ল প্যাটেল, তারপর 2016 সালে ফের দ্বিতীয়বারের জন্য তিনি এআইএফএফ প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী তৃতীয় বার এই পদের জন্য তিনি আর লড়াই করতে পারবেন না। এমন পরিস্থিতিতে কি বাইচুং ভুটিয়া এএইএফএফ এর প্রেসিডেন্ট হতে পারেন, তা অবশ্য সময়ই বলে দেবে।