আশঙ্কাই হল সত্যি! দুপুরে রায়দান হলেও বিকেলে আটকে গেল চিন্ময় কৃষ্ণের জামিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হল। আটকে গেল বাংলাদেশের (Bangladesh) হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন। বুধবারই বাংলাদেশের হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সকলেই। কিন্তু সন্ধ্যাতেই এল বিষ্ফোরক খবর। জামিন স্থগিত করে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণের। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক সন্ধ্যায় এমন নির্দেশ দেন, যার জেরে এখনো পর্যন্ত জেল থেকে বেরোতে পারেননি চিন্ময় কৃষ্ণ দাস, এমনটাই খবর বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে।

ফের স্থগিত হয়ে গেল চিন্ময় কৃষ্ণের (Bangladesh) জামিন

দীর্ঘ ৫ মাস জেলে কাটানোর পর বুধবার দুপুরে এসেছিল সুখবর। হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণের জামিন মঞ্জুর করে। এদিন বাংলাদেশ (Bangladesh) হাইকোর্টে সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহম্মদ আব্দুল জব্বার ভুইঞা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়েন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং প্রবীর রঞ্জন হালদার। বারংবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে আদালত জামিন দেয় চিন্ময় প্রভুকে।

Bail again suspended in Bangladesh for chinmoy krishna das

আপিল বিভাগে জামিন স্থগিতের আবেদন: কিন্তু তখনই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, আদৌ জেল থেকে ছাড়া পাবেন তো চিন্ময় কৃষ্ণ? আসলে এমন দিনে তাঁকে জামিন দেওয়া হয় যে আগামী তিন দিন সরকারি ছুটি বাংলাদেশে (Bangladesh)। এমন পরিস্থিতিতে যদি সরকার তরফে আপিল বিভাগের দ্বারস্থ হয় তাহলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিন্ময় কৃষ্ণের জামিন। আর কার্যক্ষেত্রে হলও সেটাই। বাংলাদেশি (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দুপুরে হাইকোর্ট জামিনের পক্ষে রায় দিলেও বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন স্থগিতের জন্য আবেদন করেন।

আরো পড়ুন : দীর্ঘ ৫ মাস পর অবশেষে স্বস্তি! অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস

গত বছর গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ: উল্লেখ্য, গত বছর ৩১ শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপর ২৫ শে নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : গরমের ছুটির মাঝেও চলবে ক্লাস! বিজ্ঞপ্তি জারি করে বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

তারপর থেকে একাধিক বার চিন্ময় কৃষ্ণের জামিনের জন্য আবেদন করা হলেও তা খারিজ হয়ে গিয়েছে এমনকি হিন্দু সন্ন্যাসীর জন্য যেসব আইনজীবীরা মামলা লড়তে গিয়েছিলেন তাঁদের উপরেও হামলা হয়েছিল। এমনকি আইনজীবী রমেন দাস গুরুতর আহত হয়ে ভর্তি হন আইসিইউতে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় পালটা সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। অবশেষে জামিন পেলেও তা ফের স্থগিত হয়ে গেল। ঘটনাক্রম এরপর কোনদিকে এগোয় সেদিকেই নজর রয়েছে সকলের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X