বাংলা হান্ট ডেস্কঃ শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 150 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন হায়দ্রাবাদের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে 22 বলে 43 রানের মারকাটারি ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। বেয়ারস্টোর এই ইনিংসটি সাজানো ছিল তিনটি চার এবং চারটি ছক্কার সাহায্যে।
ট্রেন্ট বোল্টের একটি ওভারে জনি বেয়ারস্টো 18 রান তুলে নেয়। সেই ওভারে জনি বেয়ারস্টো একটি বিরাট ছক্কা মারেন। বলটি সোজা গিয়ে লাগে বাউন্ডারি লাইনের ধারে থাকা হায়দ্রাবাদের ফ্রিজে। সঙ্গে সঙ্গে ফ্রিজের কাঁচ ভেঙ্গে যায়। সেই ফ্রিজেই রাখা ছিল হায়দ্রাবাদের সমস্ত পানীয়। বেয়ারস্টোর এই ছয়- এর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।
যদিও বেয়ারস্টোর আউট হওয়ার পর থেকেই হায়দ্রাবাদের ব্যাটিংয়ের ঝাঁজ ক্রমশ কমতে থাকে। শেষ পর্যন্ত 137 রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস এবং মুম্বাইয়ের কাছে 13 রানে হেরে আইপিএল-এ হারের হ্যাট্রিক করলো সানরাইজার্স হায়দ্রাবাদ।