বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির জগতের মানুষ হলেও, কোন সেলেব জুটির থেকে কম জনপ্রিয় নন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। বৈবাহিক সম্পর্ক না থাকলেও, তাঁদের মনে মিল রয়েছে অনেক দিন ধরেই, থাকেনও একসঙ্গেই। আর দুজনেরই পরিবার, স্ত্রী, স্বামী থাকলেও, ‘সবকো মালুম হ্যায়, অউর সবকো খবর হো গ্যায়ে, তো ক্যায়া’।
বর্তমান সময়ে রাজনীতির দুনিয়ায় তাঁদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা না গেলেও, দুর্গা পুজোর পূর্বে কিছু কাজের জন্য তাঁরা সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। কখনও লোপামুদ্রার গাওয়া রবীন্দ্রসঙ্গীতে শোভনেকে ঘিরে বৈশাখীর নৃত্য পরিবেশনা, কখনও আবার ঘোড়ার গাড়ি করে কলকাতা শহর ছুটে বেড়ানো, আবার কখনও না ‘সবকো মালুম হ্যায়, অউর সবকো খবর হো গ্যায়ে’র তালে নাচতেও দেখা গিয়েছিল তাঁদের দুজনকে।
এসবের মধ্যে আবার স্বামী পরকীয়ায় মত্ত অভিযোগে মনোজিতের থেকে ডিভোর্স চাওয়ার পর, বিরাটিতে এক পারিবারিক দুর্গাপুজোয় বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেও দেখা যায় শোভন চট্টোপাধ্যায়কে। দুজনেই বৈবাহিক সম্পর্কে যুক্ত থাকার কারণে, অনেকের ধারণা এইভাবেই বৈশাখী স্বীকৃতি দিলেন শোভন।
আবার কিছুদিন আগেই নিজের ফেসবুক প্রোফাইলে নিজের নামের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়ে নাম রেখেছিলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘The journey from Me to We begins…’। আর তারপরই দেখা যায়, জামাই ষষ্ঠীতে নিজের সমস্ত সম্পত্তি বান্ধবী বৈশাখীর নামে করে দেন শোভন চট্টোপাধ্যায়।
এবার বহু চর্চিত সেই জুটি আবারও উঠে এল সংবাদ শিরোনামে। গতকাল অর্থাৎ ১৯ শে নভেম্বর ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men’s Day)। আর এই দিনে নিজের সবথেকে কাছের পুরুষের উদ্দেশ্যে দু লাইন লিখলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘একজন সত্যিকারের পুরুষ এবং একজন সত্যিকারের নারী একসঙ্গে একটি দল তৈরি করে। তারা কখনও একে অপরকে ছেড়ে দেয় না। এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে পুরুষ দিবসের শুভেচ্ছা’।