ফের খেল দেখাবে বাজাজ! আসছে পালসার নতুন মোটর সাইকেল, ফিচার্স দেখলে মাথা ঘুরে যাবে বাইকপ্রেমীদের

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে তাল মিলিয়ে 125 থেকে 160 সিসির প্রায় প্রত্যেকটি বাইককেই আপডেট করেছে বাজাজ। এবার বাজাজের লক্ষ্য Pulsar 250 সিরিজ। 2021 সালের অক্টোবর মাসে Pulsar N250 বাইকটি বাজারে আসার পর এই প্রথম নতুন অবতার আসতে চলেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১০ এপ্রিল লঞ্চ হবে Bajaj Pulsar N250 ২০২৪।

নতুন Pulsar N250 মডেলটিতে কী কী বৈশিষ্ট্য যোগ করা হয়েছে সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি বাজাজ। তবে বিভিন্ন সূত্র দাবি করেছে,  ট্রাকশন কন্ট্রোল যুক্ত হতে চলেছে এই বাইকে। পাশাপাশি থ্রি লেভেল ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত হবে সবথেকে বড় পালসারে। Pulsar N250-র নয়া ভার্সনে প্রিমিয়াম আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

আরোও পড়ুন : লোন নিয়ে নো টেনশন! কমবে বাড়তি খরচ, আমজনতাকে স্বস্তি দিয়ে বড়সড় ঘোষণা RBI’র

প্রথাগত ইউনিটের বদলে পেটাল টাইপ ডিস্ক ব্রেক থাকতে পারে এই মডেলে। আরো বেশি স্থিতিশীলতা ও ভালো গ্রিপ দিতে বাইকের পেছনের টায়ার চওড়া করা হয়েছে বলে জানা গেছে। Pulsar N250-তে N160-এর সাথে বেশ কিছু মিল নজরে আসতে পারে। স্মার্টফোন পেয়ারিংয়ের জন্য ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ডিসপ্লে থাকতে চলেছে এতে।

pulsar n250 long term web

অনস্ক্রিন কল ও মেসেজের অ্যালার্ট দেওয়া হবে এখানে। Bajaj Pulsar N250-র বর্তমান দাম ১.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। মনে করা হচ্ছে নতুন আপডেটের মডেলটি আসলে সেটির দাম ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে এখন সবাই অপেক্ষা করছে Pulsar N250-র নতুন অবতারের জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর