বিসর্জনের শোভাযাত্রায় ‘খেলা হবে’ স্লোগান, নজিরবিহীন রাজনৈতিক রেষারেষি বালুঘাটে

Published on:

Published on:

Balurghat immersion turns political with TMC-BJP face-off

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ল বালুরঘাটে (Balurghat)। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের প্রশাসনিক ভবনের সামনে পাশাপাশি দেখা গেল দুটি আলাদা মঞ্চ। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিরোধী দল বিজেপি। উৎসবের আবহেই রাজনৈতিক রেষারেষি শহরবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বালুরঘাটে (Balurghat) মুখোমুখি দুই বিরোধী দলের মঞ্চ

কয়েকদিন আগেই বালুরঘাট (Balurghat) থানা মোড়ে পুজো উদ্যোক্তাদের শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চ বানানো নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। বৃহস্পতিবার সেই প্রতিযোগিতা আরও স্পষ্ট হল। জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তায় মুখোমুখি দেখা গেল দুটি মঞ্চ।

তৃণমূলের মঞ্চে ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, টাউন সভাপতি সুভাষ চাকি-সহ স্থানীয় নেতৃত্ব। অন্যদিকে বিজেপির মঞ্চে হাজির হন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং অন্যান্য নেতা। শোভাযাত্রায় আসা ক্লাবগুলিকে দুই শিবির থেকেই অভিনন্দন জানানো চলছিল।

সূত্রের খবর, সেই সময় রাজনৈতিক প্রতিযোগিতার আবহকে আরও চাঙা করে তোলে মাইকে বাজতে থাকা তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদও চড়তে থাকে ওই শোভাযাত্রায়। এক মঞ্চ থেকে উদ্যোক্তাদের ঠান্ডা পানীয় পরিবেশন শুরু করা হলে অপর মঞ্চ থেকেও একই উদ্যোগ নেওয়া হয়। এদিন দুই শিবিরের সেই প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো।

Balurghat immersion turns political with TMC-BJP face-off

আরও পড়ুনঃ ডেড লাইন ‘কালীপুজো’, ভোটের আগে বিজয়ার জনসংযোগে কড়া রোডম্যাপ আঁকলেন অভিষেক

বালুরঘাট (Balurghat) এলাকাবাসীর মতে, বিসর্জনের আনন্দ-উৎসবে রাজনীতির রং এতটা মিশে যাবে, তা কল্পনাও করা যায়নি। প্রতি বছর বিসর্জনের শোভাযাত্রায় কোন ক্লাব কোন রাস্তায় প্রতিমা নিয়ে যাবে, তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু এবারে দুই দলের রেষারেষি একেবারে অন্যভাবে দেখা গিয়েছে। অনেকেরই মত, রাজনৈতিক দলগুলির উচিত ছিল এই সময়ে প্রতিযোগিতা না করে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া।