বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আত্মনির্ভর ভারতের ডাক দেওয়ার পর গোটা ভারত (India) জুড়ে চলছে চাইনিজ প্রোডাক্ট ব্যান (Boycott China) করার অভিযান। ভারতের ব্যবসায়িক সংগঠন CAIT চিনের পণ্য বয়কট করার জন্য সরকারের পাশে দাঁড়িয়েছে। আরেকদিকে বাস্তবের ফুংশুক ওয়াংড়ু (সোনাম ওয়াংচুক) ও ভারত থেকে চিনের দ্রব্য বহিষ্কার করার জন্য ডাক দিয়েছেন।
একদিকে করোনা, আরেকদিকে লাদাখ, অরুণাচল সীমান্ত নিয়ে চিনের দাদাগিরি আর সহ্য করতে পারছে না ভারতের মানুষ। সেই জন্য এবার চিনকে শিক্ষা দিতে হাতে মারার বদলে ভাতে মারার প্ল্যানে নেমেছে ভারতীয়রা। আর সেই কারণে চিনের দ্রব্য বহিষ্কার করার অভিযান চলছে গোটা দেশ জুড়ে।
এছাড়াও ভারতীয় সেনার ক্যান্টিন থেকে ১ হাজারের উপরে চিনা পণ্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সেনার ক্যান্টিন ১০ লক্ষ আধাসামরিক বাহিনীর পরিবারের ৫০ লক্ষ মানুষ ব্যবহার করেন। এছাড়াও গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে যে শ্রীনগরে CRPF এর জওয়ানরা চিনের সামগ্রী ব্যবহার না করার জন্য প্রতিজ্ঞা নিচ্ছেন।
আর এরই মধ্যে এক বাঙালি র্যাপারের গান সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral) হচ্ছে। Khokon & Co. নামের এক ইউটিউবার এই গানটি বানিয়েছেন চিনের পণ্য বর্জন করার জন্য। ওনার ওই গানের ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় মানুষে খুব পছন্দ করছেন। উনি গানের মাধ্যমে ভারতীয়দের চিনের পণ্য ব্যবহার না করার আবেদন জানিয়েছেন।
দেখে নিন সেই গান …