জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করল সেনা, এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, এখনও চলছে অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের বান্দিপোরায় (Bandipora) সেনা আর জঙ্গিদের মধ্যে জারি এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ এই কথা জানিয়েছে। যদিও, এখনও মৃত জঙ্গিদের সনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাকেবাবার জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সেনা অভিযান চালায়। সেনার তল্লাশি অভিযান চালানোর সময়ই জঙ্গিরা ফায়ারিং শুরু করে দেয়।

পুলিশ সূত্র অনুযায়ী, শুক্রবার দুপুরে এই সার্চ অপারেশন চালানো হয়েছিল। পুলিশ আর সেনা জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছনর পর জঙ্গিরা তাঁদের উপর গুলি চালানো শুরু করে দেয়। সেখানে কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে, সেটার এখনও সঠিক সংখ্যা জানা যায়নি। দুই তরফ থেকেই ফায়ারিং চলছে।

এর আগে শুক্রবার জম্মু কাশ্মীরে বড়সড় সফলতা অর্জন করে সেনা। আখনূর সেক্টরে সেনা একটি পাকিস্তানি ড্রোনকে ধ্বংস করে। সেনা সেই ড্রোনের সঙ্গে ৫ কেজি IED ও উদ্ধার করে। ড্রোনের ওজন প্রায় ১৭ কেজি ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ড্রোনের অনেক যন্ত্রাংশ চীন আর তাইওয়ানে তৈরি হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর