CPM-এর টিকিটে জিতে তৃণমূলে দৌড়! বনগাঁ-র হাসানুরের কাণ্ড দেখে ‘থ’ সকলে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) শেষ হয়েছে বেশ কিছুদিন। বেরিয়ে গিয়েছে ভোটের ফলাফলও। আর তারপর থেকেই শুরু হয়েছে দলবদলের হিড়িক। ভোটের ফলাফলের দিনই সিপিএম-এর টিকিটে জিতে শাসকদলে নাম লিখিয়েছিলেন পূর্ব বর্ধমানের কাকুরিয়া পঞ্চায়েতের গীতা হাঁসদা। সেই ঘটনা নিয়ে চৰ্চা, বিতর্ক কম হয়নি। সেই ঘটনার রেশ কাটতেই ফের দলবদল।

সিপিএম-এর (CPM) টিকিটে ঝুলিতে এসেছিল জয়। তবে সেই সেই জয়ের স্বাদ বেশিদিন নিতে পারলো না লাল শিবির। বনগাঁ-র আকাইপুরের মাটিহারা গ্রামের সদ্য জয়ী সিপিআইএম পঞ্চায়েত সদস্য হাসানুর মণ্ডল যোগ দিলেন তৃণমূলে (Trinamool Congress)। শুধু তাই নয়! দলবদলের পর তার সাফাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই সিপিএম ছেড়ে তৃণমূলে।

গতকাল বনগাঁ সাংগাঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে ওই জয়ী সিপিআইএম পঞ্চায়েত সদস্য শাসকদল তৃণমূলে যোগদান করেন। শনিবার জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস হাসানুরের হাতে দলীয় পতাকা তুলেন দেন। উল্লেখ্য, এই সিপিএম প্রার্থীর তৃণমূলে যোগদান করার সাথেই বনগাঁ-র আকাইপুর পঞ্চায়েত শাসকদলের হাতে চলে আসলো।

এদিকে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বেজায় আনন্দিত হাসানুর মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, “যারা আমাকে জিতিয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষের উন্নতির জন্য আমি তৃণমূলে যোগ দিলাম।” গোটা পঞ্চায়েত নিজেদের দখলে আসায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X