বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক কর্মী। সেই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর জলঘোলা হয়েছে। তার রেশ পুরোপুরি কাটার আগেই এবার সামনে এসেছে রাজ্যপালের বিরুদ্ধে থাকা আরও একটি অভিযোগ। বছর খানেক পুরনো সেই অভিযোগ এনেছেন প্রখ্যাত এক ওড়িশি নৃত্যশিল্পী।
অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠানের নাম করে সেই নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে যৌন হেনস্থা (Sexual Harassment) করেন রাজ্যপাল। শ্লীলতাহানির পর যৌন হেনস্থার অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই সিভি আনন্দ বোস খানিক অস্বস্তিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখা হল।
সম্প্রতি বাংলা পক্ষের (Bangla Pokkho) তরফ থেকে রাষ্ট্রপতিকে এই চিঠি লেখা হয়েছে। সংগঠনের হয়ে সাধারণ সম্পাদক কৌশিক মাইতি এই চিঠি লিখেছেন বলে খবর। এই চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল সাংবিধানিক রক্ষাকবচ পান। কিন্তু তাই বলে একজন নির্যাতিতা কীভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন? সেই জন্য যাতে সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত হয় এবং নির্যাতিতা সুবিচার পান, তাই যতক্ষণ অবধি তদন্ত সম্পন্ন হচ্ছে না, ততদিন সাময়িকভাবে মাননীয় রাজ্যপালকে পদ থেকে সরানোর আবেদন জানিয়েছে বাংলা পক্ষ।
আরও পড়ুনঃ কেষ্ট-গড়ে জয়ী তৃণমূল! ভোটের পরদিনই রেজাল্ট আউট? বীরভূমে যা ঘটল … চাঞ্চল্য রাজ্যে!
এদিকে জানা যাচ্ছে, একজন নামী ওড়িশি নৃত্যশিলী এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে এই অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ অনুসারে, গত বছর জুন মাসে একটি অনুষ্ঠানের নাম করে সেই নৃত্যশিল্পীকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়।
দিল্লির একটি পাঁচতারা হোটেলে উক্ত নৃত্যশিল্পীর থাকার বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন রাজ্যপাল বোস। এরপর তিনি নবান্নের দ্বারস্থ হন। এরপর নবান্নের তরফ থেকে এই বিষয়ে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। জানা যাচ্ছে, আজই নবান্নে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা পড়েছে।