বঙ্গবন্ধু অতীত! এবার বাজারে আসছে নয়া ‘বাংলা টাকা!’ কার ছবি দেখা যাবে বাংলাদেশের মুদ্রায়?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার বাংলাদেশের (Bangladesh) বাজারে আসতে চলেছে নতুন নকশার মুদ্রা। সূত্রের খবর, নতুন মুদ্রায় থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গত বৃহস্পতিবার জানিয়েছেন, বাজারে নতুন বাংলা টাকা (Bangla Taka) আসছে।

বাংলা টাকায় (Bangla Taka) আসছে বদল

হুসনে আরা শিখার এই মন্তব্যের পর অনেকেই নিশ্চিত যে নতুন মুদ্রার নকশাও পরিবর্তন করা হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে খবর, আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসবে নতুন ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের নতুন টাকায় (Bangla Taka) থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি।

Bangla Taka

নতুন টাকায় থাকতে পারে জাতীয় প্রতীক বা ‘জুলাই বিপ্লবের’ গ্রাফিতি। ১৯৭১ সালে পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশ সরকার দেশের মুদ্রা হিসেবে ‘টাকা’ সামনে আনে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক (Bangladesh Bank) ‘বাংলাদেশ ব্যাংক’ কর্তৃক প্রবর্তিত হয় বাংলাদেশের ‘টাকা।’

আরোও পড়ুন : গোপন নজরদারি চালাতে সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের, হাই অ্যালার্ট জারি ভারতে

২০২০ সালে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশ ব্যাংক প্রচলন করে বিশেষ ২০০ টাকা মূল্যের নোট (Note)। গত জুলাই মাস থেকে বাংলাদেশে (Bangladesh) শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ঢেউ এতটাই তীব্র হয় যে সেটি গণআন্দোলনে পরিণত হয়।

শেষমেষ চাপে পড়ে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই চায়না বাংলাদেশের মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকুক। মূলত সেই উদ্দেশ্যেই এবার বাংলাদেশে আসতে চলেছে নতুন ডিজাইনের টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X