বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল বাংলা এবং হায়দ্রাবাদ। আর এই ম্যাচের ঠিক আগেই মাতৃ বিয়োগ ঘটে বাংলার কোচ অরুণ লালের। স্বাভাবিকভাবেই ম্যাচ থেকে কিছুটা দৃষ্টি সরে যায় ক্রিকেটারদের। তবুও নিজেদেরকে সামলে নিয়ে হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল বাংলা।
ICYMI: Ishan Porel scalps 4⃣ 👍👍
Continuing his good bowling form, Porel picked up his second 4-wicket haul in the ongoing edition of the #SyedMushtaqAliT20. 👌👌 #HYDvBEN
Watch his fine performance against Hyderabad 🎥👇https://t.co/xaDSZhUdCc pic.twitter.com/73MiWwmL4U
— BCCI Domestic (@BCCIdomestic) January 14, 2021
তবে জয়ের হ্যাটট্রিক করে তিন ম্যাচে 12 পয়েন্ট পেলেও গ্রূপ বি-র দ্বিতীয় দল হিসেবেই থাকতে হলো বাংলাকে। কারণ এইদিন এদিন ওড়িশা কে 8 উইকেটে হারিয়ে দেয় দীনেশ কার্তিকের তামিলনাড়ু। পয়েন্টের বিচারে দুই দল একই স্থানে থাকলেও রান রেটের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে তামিলনাড়ু। যার কারণে গ্রুপ বি-র শীর্ষে তামিলনাড়ুর এবং দ্বিতীয় স্থান বঙ্গব্রিগেড। তামিলনাড়ুর রান রেট +2.680 এবং বাংলার রান রেট +1.689। আগামী 16 ই জানুয়ারি অসমে বিরুদ্ধে ইডেনে মুখোমুখি হতে চলেছে বাংলা।
WATCH: Shreevats Goswami's match-winning 69* (48) 👏👏
The Bengal wicketkeeper-batsman creamed 11 fours in his innings and guided his side to a victory over Hyderabad. 👍👍 #HYDvBEN #SyedMushtaqAliT20
Video of his knock 🎥👇https://t.co/RsvbtqiFN5 pic.twitter.com/J8TWrWKME5
— BCCI Domestic (@BCCIdomestic) January 14, 2021
4⃣ catches & 69* with the bat for Shreevats Goswami
4⃣ wickets each for Ishan Porel & Akash DeepWatch the highlights of how Bengal registered their third successive win after beating Hyderabad. 🎥👇 #HYDvBEN #SyedMushtaqAliT20 https://t.co/eD4TigVdvr pic.twitter.com/HKju3YLW1G
— BCCI Domestic (@BCCIdomestic) January 14, 2021
দুর্দান্ত বোলিং করে এদিন বাংলার জয়ে মুখ্য ভূমিকা পালন করলেন পেশার ঈশান পোড়েল। মাত্র 24 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়ে তিনি হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ পুরোপুরিভাবে ধ্বংস করে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন আকাশ দীপ, তিনিও 34 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। এছাড়াও ব্যাট হাতে 48 বলে 69 রানের ইনিংস খেলেন শ্রীবৎস গোস্বামী। এই দিন ব্যাট হাতে ফের ব্যর্থ হন সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি, অনুপুষ্ট মজুমদার।