বাংলাহান্ট ডেস্ক: এই প্রথমবার বাংলাদেশে ভোটার তালিকায় যুক্ত হতে চলেছে তৃতীয় লিঙ্গের মানুষরা। নতুন ভোটার তালিকার কর্মসূচিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের পরিচয় পাবেন তারা।
এই বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, “আমরা এবার ভোটার তালিকায় নতুন কিছু যুক্ত করতে চলেছি। বর্তমান ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের মানুষদের যুক্ত করা হচ্ছে। তারা নিজেদের ইচ্ছামত পুরুষ বা নারী যেকোনো একটি লিঙ্গ বাছাই করতে পারেন। যাদের মেয়েলি ভাব বেশি তারা নারী লিঙ্গ বাছাই করবেন এবং যাদের আচরণ পুরুষের মতো তারা পুরুষ লিঙ্গ টি বাছাই করে নেবেন। এটি আমাদের কাছে পাবলিক ডকুমেন্ট হিসেবে কাজ করবে।”
নির্বাচন কমিশনার আরো জানান,’ অত্যন্ত সাবধানতার এবং নিষ্ঠার সাথে কাজটি করতে হবে। কোন তথ্যই যাতে বাদ না পড়ে যায়। এ তালিকার ওপর এই সকল নাগরিকের সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি নির্ভর করবে।’
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…