বাংলাহান্ট ডেস্ক : হাসিনা পরবর্তী যুগে ইউনূস সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের মাখো মাখো সম্পর্ক নজর এড়ায়নি কারোর। এই আবহেই পাকিস্তানের কাছ থেকে ৫০ হাজার টন চাল কেনার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী কিছুদিন আগেই পাকিস্তান থেকে বাংলাদেশে (Bangladesh) গিয়ে পৌঁছেছে বেশকিছু পরিমাণ চাল।
ভারত থেকে চাল গেল বাংলাদেশে (Bangladesh)
তবে ঈদের আগে ফের বিপুল পরিমাণ চাল (Rice) ভারতের থেকে আমদানি করল বাংলাদেশ। সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ভারতের রফতানি করা সাড়ে ১১ হাজার টন চাল। ভারতের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানি করতে চলেছে।
আরও পড়ুন : সুপ্রিম-সমালোচনার পরেই বড় সিদ্ধান্ত! ‘এই’ আইন বদলাল কলকাতা হাইকোর্ট! জোর শোরগোল
সেই চুক্তির অংশ হিসাবে ভারতের তরফে সাড়ে ১১ হাজার টন চাল পাঠানো হয়েছে বাংলাদেশে (Bangladesh)। জানা যাচ্ছে, ভারতের (India) তরফে যে সাড়ে ১১ হাজার টন চাল পাঠানো হয়েছে সেগুলি সিদ্ধ চাল। সূত্রের খবর, সাড়ে ১১ হাজার টন সিদ্ধচাল নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ।
আরও পড়ুন : হাতে মাত্র ৩ দিন! পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে টাইট ডেডলাইন, হঠাৎ কী হল?
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। তারমধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে। কিছুদিন আগে পাকিস্তানের ‘ন্যাশনাল শিপিং কর্পোরেশন’-এর একটি জাহাজে করে বিপুল পরিমাণ চাল পৌঁছায় বাংলাদেশে।
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, অপেক্ষাকৃত অনেকটাই বেশি দামে পাকিস্তানের থেকে চাল কিনেছে বাংলাদেশ (Bangladesh)। ৩১ জনুয়ারি স্বাক্ষরিত হওয়া চুক্তি অনুযায়ী বাংলাদেশ মোট ৫০ হাজার টন চাল আমদানি করেছে পাকিস্তান থেকে। সম্প্রতি ২৬ হাজার ২৫০ টন আতপ চাল পাকিস্তান থেকে জাহাজে করে গিয়ে পৌঁছেছে বাংলাদেশে।
অন্যদিকে, সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ২০% শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আগামী ১লা এপ্রিল থেকে ব্যবসায়ীরা ভারত থেকে বিনা শুল্কে পেঁয়াজ রফতানি করতে পারবেন বিদেশে। ফের ভারত থেকে যদি বাংলাদেশে বিনা শুল্কে পেঁয়াজ পৌঁছাতে শুরু করে, তাহলে মার খাবেন সে দেশের পেঁয়াজ চাষীরা।