বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে, ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর নেপথ্যে সবথেকে বড় কারন হল, সেই দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ। যার ফলে হিন্দুদের প্রাণহানিও ঘটছে। এর ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। এই আবহে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, বাংলাদেশ আসন্ন T20 বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে একজন হিন্দু খেলোয়াড়কে দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
T20 বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ:
জানিয়ে রাখি যে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বিতর্কের আবহে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB গত ৪ জানুয়ারি অর্থাৎ রবিবার আসন্ন T20 বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। যেখানে দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস আবারও দলের নেতৃত্ব দেবেন। উল্লেখ্য যে, লিটন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের T20 দলের অধিনায়ক। দলের পারফরম্যান্সে উত্থান-পতন সত্ত্বেও BCB তাঁকেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে।

লিটন দাসের নেতৃত্বে, বাংলাদেশ সম্প্রতি এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর রাউন্ডে পৌঁছেছিল। কিন্তু, তারপর আর এগোতে ব্যর্থ হয়। এর পর, তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-৩ ব্যবধানে ঘরের মাঠে পরাজিত হয়। তবে, দলটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে।
আরও পড়ুন: সত্যিই কি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে বাংলাদেশের ম্যাচ? কবে সিদ্ধান্ত জানাবে ICC?
বাংলাদেশ দলে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা খেলোয়াড়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে: জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে আলোচিত ক্রিকেটার যাঁকে BCCI-এর নির্দেশে গত ৩ জানুয়ারি KKR রিলিজ করে দেয় সেই বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানও T20 বিশ্বকাপের দিলেন সুযোগ পেয়েছেন। এদিকে, মুস্তাফিজুরকে KKR রিলিজ করে দেওয়ার পরেই প্রতিবাদে, গত ৪ জানুয়ারি বাংলাদেশ বোর্ড বিশ্বকাপের জন্য ভারত দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে।
আরও পড়ুন: শত্রুদের উড়বে ঘুম! ভারতকে রক্ষা করতে প্রস্তুত ‘ভৈরব’, দেখুন স্পেশাল ফোর্সের ফার্স্ট লুক
T20 বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম।












