বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এমন লজ্জার মুখোমুখি বাংলাদেশ! আর কারোর হয়নি এই অভিজ্ঞতা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (2023 ODI World Cup) লজ্জাজনক হারের শিকার হলো বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এই টুর্নামেন্টে তারা আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল। বাংলাদেশের ভক্তরা আশা করেছিলেন দলের কাছ থেকে একটা ভালো পারফরম‍্যান্স দেখতে পাবেন। আইসিসি ক্রমতালিকায় অনেক উপরের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে দলের কাছ থেকে একটা লড়াকু পারফরম‍্যান্স আশা করছিলেন সমর্থকরা। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ থেকে সেই লড়াইয়ের ছিটেফোঁটা তাদের পারফরম‍্যান্সে দেখা যায়নি। আজ কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাকিস্তানের (Pakistan Cricket Team) কাছে হেরে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। খাতায়-কলমেও আর কোন সুযোগ অবশিষ্ট নেই তাদের জন্য।

আজ টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু লিটন দাস ছাড়া বাংলাদেশের বাকি টপ অর্ডার আজ শোচনীয়ভাবে ব্যর্থ হয় শাহিন আফ্রিদির দুরন্ত বোলিংয়ের সামনে। ব্যাটিং অর্ডারে রদবদল ঘটিয়ে আজ মুশফিকুর রহিমকে কিছুটা আগে পাঠানো হয়েছিল। তিনিও সম্পূর্ণ ব্যর্থ।

বাংলাদেশকে ম্যাচে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে লিটন দাস এবং ফর্মে থাকা মাহমুদুল্লাহর পার্টনারশিপ। লিটন (৪৫) অল্পের জন্য হাতছাড়া করেন অর্ধশতরান। মাহমুদুল্লাহ ৭০ বলে ছয়টি চার এবং একটি ছক্কা সহ ৫৬ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু শাহীন আফ্রিদি (৩/২৩) আজ বাংলাদেশের টপ অর্ডারকে ধ্বংস করেছিল। এরপর শেষের দিকে মহম্মদ ওয়াসিম জুনিয়র (৩/৩১) বাংলাদেশের লেজ ছাঁটেন।

pakistan 1

আরও পড়ুন: কোহলির জন্মদিনে কলকাতার ইডেনে নামছে ভারত! বার্থ ডে বয়ের জন্য জমকালো চমক রাখছে CAB

সাকিব আল হাসান (৪৩) এবং মেহেদী মিরাজ (২৫) শেষদিকে কিছু রান যোগ করে বাংলাদেশকে ২০০ রানের গন্ডি টপকাতে সাহায্য করেন। কিন্তু রান তারা করতে দেবে শুরু থেকে মারাত্মক আক্রমণ শুরু করেন ফখর জামান। তার এবং ওপেনার আব্দুল্লা (৬৮) শফিকের মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয়। ১২৮ রানের পার্টনারশিপটাই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে।

আরও পড়ুন: ভারতকে জেতাতে গিয়ে এই ২ ক্রিকেটারের কেরিয়ারের বড় ক্ষতি করে দিলেন রোহিত! BCCI অস্বস্তিতে

এরপর মেহেদী বল হাতে তিন উইকেট নিলেও ফখর ৭৪ বলে ৮১ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করে দিয়ে আউট হন। বাবর আজম আজ আরও একবার ব্যর্থ। মহম্মদ রিজওয়ান (২৬*) ও ইফতিকার আহমেদ (১৭*) পাকিস্তানকে জয় এনে দেন এবং সেমিফাইনালে দৌড়ে খাতায়-কলমে টিকে থাকে বাবররা। অপরদিকে এই ম্যাচেও হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের সুযোগ আরও কমলো বাংলাদেশের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর