বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে ফের হামলার ঘটনায় ছড়াল চাঞ্চল্য। শুক্রবার দুপুরে কোতয়ালী থানার পাথরঘাটা এলাকায় ভাঙচুর চালানো হয় একাধিক মন্দির এবং দোকানে। খবর দেওয়া হয় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ভরদুপুরে হামলা চট্টগ্রামের (Bangladesh) হিন্দু মন্দিরে
শুক্রবার কালীবাড়ি মন্দির রোডের (Bangladesh) জেলে পাড়ায় ঘটে এই হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, এদিন দুপুরে প্রার্থনা শেষে আড়াইটে নাগাদ ৫০-৮০ জনের একটা দল লাঠি হাতে চড়াও হয় এলাকায়। আতঙ্কিত হয়ে বেশ কিছু দোকান তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলেও অন্য দোকানগুলি বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সনাতন ধর্মের দুটি মন্দির রাধাগোবিন্দ মন্দির এবং শান্তনেশ্বরী মন্দিরেও চালানো হয় ভাঙচুর।
হামলাকারীদের মুখে ছিল হিন্দু বিরোধী স্লোগান: এক স্থানীয় প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, শুক্রবার দুপুরে দুটোর পরে লাঠি হাতে কয়েকজন তরুণ হামলা করে। ‘ইসকনের ঘাঁটি ধ্বংস করে দাও, আগুন ধরিয়ে দাও’ এর মতো স্লোগান ছিল তাদের মুখে। চোখের সামনে থাকা সবকিছুই ভাঙচুর করে তারা। সবজির ঠেলাগাড়ি থেকে শুরু করে দোকানের কাঁচ গুড়িয়ে দেওয়া হয়। এমনকি যারা বাড়ির দোতলা থেকে দেখছিলেন তারাও রেহাই পাননি। তাদের ইঁট ছুড়ে মারা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর।
আরো পড়ুন : নায়কের মুখে গা গোলানো দুর্গন্ধ! চুম্বন দৃশ্য করেই অসুস্থ হয়ে পড়েন বিপাশা
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা: তিনি বলেন, আতঙ্কে কাটছে স্থানীয় বাসিন্দাদের প্রতিটা প্রহর। সেনার তরফে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হলেও রাত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চিন্তাও বাড়ছে তাঁদের। এদিকে তদন্তে উঠে এসেছে, বেশ কিছু দোকান (Bangladesh) ভাঙচুরের সঙ্গে সঙ্গে মন্দিরের সামনে কাঁচ গুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু বাড়ির দোতলার জানলার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারোর আহত হওয়ার অভিযোগ জমা পড়েনি।
আরো পড়ুন : ভারতীয় কূটনীতিকদের ওপর আড়ি পাতছে কানাডা! চালাচ্ছে নজরদারিও, ফের সমালোচনার মুখে ট্রুডো
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মহম্মদ আবদুল করিমকে প্রশ্ন করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুষ্কৃতীদের পালাতে বাধ্য করেন তাঁরা। তিনি আরও জানান, ছোট মন্দির এবং দোকানের সামনের অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরু গলি হওয়ায় এর থেকে বেশি ক্ষতি করতে পারেনি দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। কোনো অভিযোগ দায়ের হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কোতয়ালী থানার ওসি।
Urgent Alert
In Bangladesh’s Chittagong, Radicals have attacked the Shantaneswari Temple after Friday Jumma prayers.
Reports claiming Hindu shops and houses being attacked. Many Injured!! pic.twitter.com/zOS0iWMcHD
— Megh Updates ™ (@MeghUpdates) November 29, 2024