T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ! জানানো হল ICC-কে, কী প্রতিক্রিয়া BCCI-র?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আসন্ন T20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা BCB (Bangladesh Cricket Board) তাদের দল ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ BCCI IPL-এ কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশের নিউজ ওয়েবসাইট দ্য ডেইলি স্টারের মতে, BCB T20 বিশ্বকাপের জন্য ভারতে সফর করতে অনিচ্ছা প্রকাশ করেছে।

বড় সিদ্ধান্ত BCB (Bangladesh Cricket Board)-র:

ক্রীড়া মন্ত্রক BCB-কে নির্দেশ জারি করেছিল: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়ামন্ত্রী BCB-কে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলি আয়োজনের জন্য ICC-কে অনুরোধ করার নির্দেশ দিয়েছিল। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের মতে, মুস্তাফিজুরের বাদ পড়ার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। IPL থেকে মুস্তাফিজুরের বেরিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসার পরেই BCB সভাপতি এবং বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের জরুরি সভা ডেকেছিলেন।

Bangladesh Cricket Board is taking a big decision this time.

বিশ্বকাপে বাংলাদেশ ভারতে ৪ টি লিগ ম্যাচ খেলার কথা রয়েছে: নির্ধারিত সূচি অনুযায়ী, T20 বিশ্বকাপে বাংলাদেশ তাদের ৪ টি লিগ ম্যাচের মধ্যে ৩ টি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে খেলবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিরুদ্ধে কলকাতায় এবং নেপালের বিরুদ্ধে (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইতে ম্যাচ খেলবে। বাংলাদেশ রয়েছে গ্রুপ সি তে। ওই গ্রুপে রয়েছে নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজও।

আরও পড়ুন: Banglahunt Exclusive: ইউনূস-হাসিনা দেশের কথা ভাবেননি, বাংলাদেশে কেন বাড়ল হিন্দুবিদ্বেষীদের সংখ্যা? বাংলাহান্টকে জানালেন তসলিমা

বিতর্ক ICC পর্যন্ত পৌঁছেছে: মুস্তাফিজুরের IPL থেকে বাদ পড়ার পরেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ। গত মাসে মিনি-নিলামে KKR মুস্তাফিজুরকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল। কিন্তু, BCCI-এর নির্দেশে KKR ওই বাংলাদেশি বোলারকে দল থেকে বাদ দেয়। এদিকে, KKR মুস্তাফিজুরকে কেনায় তুমুল সমালোচনা শুরু হয় ভারতে। বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুরের IPL খেলা নিয়ে শুরু হয় প্রতিবাদ। এমতাবস্থায়, মুস্তাফিজুর বাদ পড়ার পর হতাশ হয়েছে BCB। যার ফলে তারা ভারতে তাদের দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে। যদিও, চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করছে ICC-র ওপর।

আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ODI-T20 সিরিজ, জানুন পুরো স্কোয়াড-শিডিউল, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?

প্রতিক্রিয়া জানিয়েছে BCCI: এদিকে, ইতিমধ্যেই BCCI-ও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। BCCI-এর একটি সূত্র জানিয়েছে, কারোর ইচ্ছায় খেলার ফরম্যাট পরিবর্তন করা যায় না। এটি একটি বড় সমস্যা। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবতে হবে। তাদের বিমানের টিকিট, হোটেল, সবকিছুই বুক করা আছে। এছাড়াও, প্রতিদিন ৩ টি করে ম্যাচ হবে। শ্রীলঙ্কায় ১ টি ম্যাচ সম্পন্ন হবে। সম্প্রচার দলও প্রস্তুত। তাই, এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। টুর্নামেন্ট শুরু হতে এখন ১ মাস বাকি। তাই সময়সূচি পরিবর্তন করা এখন অসম্ভব।