বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে খেলতে নামার আগেই হুঙ্কার ছেড়েছিলেন বাংলাদেশ (Bangladesh Cricket Team) কোচ চান্দিকা হাথুরসিংহে (Chandika Hathurusingha)। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, এমন দাবি করেছিলেন তিনি। কিন্তু ভারতের মাটিতে খেলতে নেমে দুটি প্রস্তুতি ম্যাচে তাদের হারের মুখ দেখতে হয়েছিল। তাই আফগানিস্তানের বিরুদ্ধে (Bangladesh Cricket Team) নামার আগে বাংলাদেশ কোচের বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেননি কেউ। কিন্তু মেহেদী হাসান মিরাজরা (Mehidy Hasan Miraz) দুর্দান্ত পারফরম্যান্স করে নজর নিজেদের দিকে ঘুরিয়ে নিলেন।
আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের দুই ওপেনার শুরুটা মন্দ করেননি। কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে ৪৭ রানের দলগত স্কোরে প্রথম উইকেট হারাতেই ব্যাক ফুটে চলে যায় তারা। ম্যাচে প্রথমবার জাঁকিয়ে বসার সুযোগ পেয়ে আর তা হাতছাড়া করেনি বাংলাদেশের বোলাররা।
এরপর কিছুক্ষণের মধ্যেই আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। ৩৮ ওভারেরও কম ব্যাটিং করে তারা মাত্র ১৫৬ রান তুলেই অলআউট হয়ে যায়। কেকেআরের হয়ে খেলে যাওয়া আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ (৪৭) ছাড়া আজ আর কাউকে দেখে মনে হয়নি যে তারা বর্তমানে একটি প্রথম সারির দল।
বাংলাদেশের হয়ে আজ অসাধারণ বোলিং করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩০ রান খরচ করে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন তিনি। কিন্তু তার চেয়েও ভালো বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয়, ছোট টার্গেট তাড়া করতে নেমে ৭ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ কিছুটা বেকায়দায়, তখন তিনি ব্যাট হাতেও রুখে দাঁড়ান। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মেহেদী (৫৭, ৯-৩-২৫-৩) ম্যাচের সেরাও হন। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত ধীরগতির হলেও ৫৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে।
আরও পড়ুন: BCCI বা দ্রাবিড়ের জন্য না, বিশ্বকাপে নামার আগে বিশেষ কারণে ভয়ে কাঁপছেন এক ভারতীয় ক্রিকেটার
এই নিয়ে পরপর তিনটি ওডিআই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল বাংলাদেশ। তাদের স্পিনাররা ছন্দে থাকলে তারা কতটা ভয়ংকর সেটা আরও একবার প্রমাণিত হলো। কিন্তু টপ অর্ডারের সহজে ভেঙে পড়া নিয়ে যে অস্বস্তি রয়েছে তাদের একাদশে সেই ব্যাপারটা কাটল না। শান্ত, মিরাজ এবং সাকিবের উপরেই গোটা টুর্নামেন্টে নির্ভর করবে বাংলাদেশের ব্যাটিং কেমন পারফরম্যান্স করে।