এশিয়া কাপ ফাইনালের আগে ধাক্কা, শেষ ৪ সাক্ষাতে তৃতীয়বার ভারতকে হারালো বাংলাদেশ!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হল দ্বিতীয় সারির ভারতীয় দল (Indian Cricket Team)। শুভমান গিলের (Shubman Gill) অসাধারণ শতরান, শামির দুর্দান্ত বোলিং সমস্ত ব্যর্থ হয়ে গেল দুই সাকিব, হৃদয়, নাসুনদের লড়াইয়ের সামনে। ভারতীয় দল আজ বিরাট, বুমরা, কুলদীপ-এর মতন বেশ কিছু তারকাকে বিশ্রাম দিয়েছিল। তাদের অনুপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই করে ছয় রানের ব্যবধানে জয় পেল বাংলাদেশ। গত বছরের শেষ দিকে নিজেদের দেশের মাটিতে ওডিআই সিরিজে ভারতকে ২-১ ফলে হারানোর পরে এশিয়া কাপেও স্মরণীয় জয় পেল টাইগার্সরা

সেই নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশকে শুরুর দিকে কিছুটা বিপাকে ফেললেও ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে সাকিব আল হাসানরা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। হৃদয়, সাকিব, নাসুমরা অসাধারণ ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে ২৬৬ রানের স্কোর তুলতে পেরেছিল। এই প্রথম চলতে এশিয়া কাপে ভারত কোন দলকে অলআউট করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ প্রথম দল যারা ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে।

   

বাংলাদেশকে ভারতের সামনে এত বড় স্কোর খাড়া করতে পেরেছে তার মূল কারণটা হলো সকল বোলারদের একসাথে ছন্দ না থাকাটা। শার্দূল ঠাকুর (৩/৬৫), অক্ষর প্যাটেল (১/৪৭) ও রবীন্দ্র জাদেজা (১/৫৩) উইকেট পেলেও রানের গতিতে অঙ্কুশ লাগাতে পারেননি। তাই শামি (২/৩২) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (১/৪৩) ভালো বোলিং করলেও বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে আটকানো যায়নি। তবে এর জন্য ভারতীয় ফিল্ডারদের অনেকটা কৃতিত্ব প্রাপ্য। লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবরা আজ একাধিক ক্যাচ ফেলেছেন।

শুভমান গিল আজ রান তাড়া করার সময় অদ্ভুত ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। ফর্মে থাকা রোহিত শর্মা প্রথম ওভারেই কোনও রান না করে ড্রেসিংরুমে ফেরেন। তিলক ভার্মাও (৫) নিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন। প্রথমে রাহুল এবং তারপর সূর্যকুমারের সাথে তিনি ধীরস্থিরভাবে ব্যাটিং করে দুটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন।

সূর্যকুমার ড্রেসিংরুমে ফিরতেই আগ্রাসী রূপ ধরেন গিল। ১১৭ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন গিল। তারপরেও অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে তিনি সাকিব আল হাসানের শিকার হন তিনি ১২১ রানের ব্যক্তিগত স্কোরে। এরপর অক্ষর প্যাটেল মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর ম্যাচের আশা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। নির্ধারিত সময় ২৬০ রানের বেশি তুলতে পারেনি ভারত। তানজিম সাকিব (২/৩২), মুস্তাফিজুর রহমান (৩/৫০), শেখ মেহেদী হাসানদের (২/৫০) অসাধারণ বোলিংয়ে ভর করে নিয়ম রক্ষার ম্যাচে মনে রাখার মত জয় পেল বাংলাদেশ। এই নিয়ে শেষ ৪ ওডিআই সাক্ষাতে বাংলাদেশ তিনবারই ভারতের বিরুদ্ধে জয় পেল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর