ডাচদের বিরুদ্ধে কোনওক্রমে হার বাঁচিয়ে জয় দিয়ে T-20 বিশ্বকাপে যাত্রা শুরু বাংলাদেশের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই খাতায় কলমে অনেক দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনওক্রমে হার বাঁচিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করলো বাংলাদেশ। ব্যাট হাতে আফিফ হোসেন ও বল হাতে তাসকিন আহমেদের পারফরম্যান্সে ভর করে ৯ রানে ম্যাচ জিতে যায় বেঙ্গল টাইগার্সরা।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। পাওয়ার প্লে-তে খারাপ ব্যাটিং করেনি বাংলাদেশ। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরে ২৯ রানে চার উইকেট হারায় তারা। আফিফ হোসেন ২৭ বলে ৩৮ রানের একটি ইনিংস খেলে বাংলাদেশকে কিছুটা সুবিধাজনক জায়গায় নিয়ে আসেন।

নিজের ইনিংসে দুটি চার এবং দুটি ছক্কা মেরেছিলেন তিনি। তিনি আউট হওয়ার পর মোসাদ্দেক হোসেনের ২০ রানের ক্যামিওতে ভর করে স্কোরবোর্ডে ১৪৪ রান তোলে বাংলাদেশ। ২৫ রান করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ডাচদের হয়ে ২ টি করে উইকেট নেন পল ভ্যান ম্যাকরিন এবং বাস দে লিড।

এরপর রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেদারল্যান্ডসকে ব্যাকফুটে ঠেলে দেন তারকা পেসার তাসকিন আহমেদ। এরপর রান আউট হয়ে পাওয়ার প্লে-এর মাঝেই আরও দুটি উইকেট হারিয়ে নিজেদের ওপর নিজেরাই চাপ বাড়িয়ে ফেলেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।

1666598727253

ডাচদের হয়ে পাল্টা লড়াই চালাতে থাকেন কলিন অ্যাকারম্যান। কিন্ত উল্টোদিক থেকে কোনও সাহায্য পাননি তিনি। ৪৮ বলে ৬২ রান করে তিনি আউট হওয়ার পরই নেদারল্যান্ডসের আশা শেষ হয়ে যায়। তাও ১৪ বলে ২৪ রানের একটি ইনিংস খেলে একটা মরিয়া চেষ্টা করেছিলেন ম্যাকরিন। কিন্তু শেষপর্যন্ত ২০ ওভারে ১৩৫ রান করে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা তাসকিন আহমেদ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর