কোহলিদের জয়ে আজ ভারতের চেয়েও বেশি খুশি পাকিস্তান! মাথা ঠুকে কাঁদছে বাংলাদেশ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টার্নিং উইকেটে আজ ভারতীয় ব্যাটারদের চরম কঠিন পরীক্ষার মুখোমুখি পড়তে হয়েছিল। আজ শ্রীলঙ্কার দুই স্পিনার দুনীথ ওয়েলালাগে এবং চারিথ আশালঙ্কার স্পিনের সামনে অসহায় হয়ে পড়েছিল গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপ। পাকিস্তান ম্যাচের হিরো বিরাট কোহলি (Virat Kohli) এদিন ব্যর্থ। রোহিত শর্মার (Rohit Sharma) অর্ধশতরান এবং ঈশান কিষাণ ও লোকেশ রাহুলের পার্টনারশিপে ভর করে দ্বীপরাষ্ট্র ক্রিকেট দলের সামনে ২১৩ রানের টার্গেট রাখতে পেরেছিল ভারত। কিন্তু টার্নিং উইকেটে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার ভেলকিতে দুর্দান্ত জয়ের ছিনিয়ে নিল ভারত।

এরপর বল হাতে ভারতও প্রত্যাঘাত করেছিল। ভারতের বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করতে অসুবিধায় পড়ে শ্রীলঙ্কাও। নিয়মিত ব্যবধানে তারা উইকেট হারাতে থাকে। ফাস্ট বোলার এবং স্পিনার, দুই বিভাগের তরফ থেকে শ্রীলঙ্কার ব্যাটারদের সর্বোচ্চ মানের পরীক্ষা নেওয়া শুরু হয়।

শ্রীলঙ্কাকে লড়াইয়ে রেখেছিল ধনঞ্জয় ডি সিলভা (৪১) এবং ওয়েলালাগের (৪২*) জুটি। তাদের মধ্যে ৬৩ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে ধনঞ্জয় বড় শর্ট মারতে গিয়ে নিজের উইকেট ছুড়ে আসার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কা। ১৭২ রানে তারা অলআউট হয়ে যায়।

team india vk rs

আরও পড়ুন: রোহিত তো নামে অধিনায়ক, আসল কাজ করছেন বিরাট কোহলিই, ফাঁস হলো বড় সত্য!

এই জয়ের ফলে এবার এশিয়া কাপ ফাইনালে ওঠার সমীকরণটাও আরও সহজ হয়ে গেল। ভারত বনাম বাংলাদেশ ভারতের কাছে শুধুমাত্র নিয়মরক্ষার। ওই ম্যাচে এমন কিছু ক্রিকেটার যারা বেশি সুযোগ পাচ্ছেন না তাদেরকে একবার মাঠে নামিয়ে দেখে নিতে পারেন রোহিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাকি দলগুলির মধ্যে কে কে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে আছেন?

আরও পড়ুন: বড় চাপ নামলো BCCI-এর কাঁধ থেকে! এশিয়া কাপ ফাইনালে পৌঁছে বিশ্বজয়ের হাতিয়ার পেলেন রোহিত

সহজ হিসাব বলছে যে আজ শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের সুযোগ কম হয়ে যেতো। সেক্ষেত্রে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ফাইনালের টিকিট নিশ্চিত থাকতো না। তার একটা বড় কারণ হলো ভারত ম্যাচে তাদের শোচনীয় রান রেট। কিন্তু এখন ভারত জয় পাওয়ায় শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ হয়ে গেল সেমিফাইনালের মতো। যে দল ওই ম্যাচে বাজি মারবে তারা ফাইনালে পৌঁছবে। অপরদিকে এক ম্যাচে জিতে ভারতকে হারিয়ে ফাইনালে যাওয়ার যে অবিশ্বাস্য স্বপ্ন বাংলাদেশ দেখছিল, তা ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই ভেঙে খানখান হয়ে গেল। ভারত ম্যাচে যাই হোক না কেন শাকিব আল হাসান রা আজ ভারতের জয়ের সাথে সাথেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর