বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুলাই আন্দোলন নিয়ে গোটা বিশ্বে সংবাদ শিরোনামে উঠে এসেছিল বাংলাদেশ (Bangladesh)। সেই সঙ্গে চর্চার কেন্দ্রে ছিল আরও এক নাম, আবু সাঈদ। ছাত্র আন্দোলনের সময়ে যিনি বুক পেতে দাঁড়িয়ে তৎকালীন হাসিনা সরকারের পুলিশের গুলি খেয়েছিলেন। বছর ঘোরার পর আবু সাঈদ খুনে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তাই ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন বিএসএফের হাতে।
ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধৃত আবু সাঈদ খুনে অভিযুক্ত বাংলাদেশের (Bangladesh) পুলিশ কর্মকর্তা
বিজিবি সূত্রে খবর, গত ২৩ শে অগাস্ট সন্ধ্যায় বাংলাদেশের (Bangladesh) সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতের বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট পার হচ্ছিলেন অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ। ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে তিনি ভারতে ঢুকে পড়ার চেষ্টায় ছিলেন বলে অভিযোগ। তবে তার আগেই তার আটক করে বিএসএফ। পরিচয়পত্র দেখে শণাক্ত করা হয় যে তিনি বাংলাদেশ (Bangladesh) পুলিশের কর্মকর্তা। বাংলাদেশ হাই কমিশনারের কাছে জানানো হয়েছে বিষয়টি। বর্তমানে স্বরূপনগর থানায় রয়েছেন আরিফুজ্জামান আরিফ।
একাধিক মামলায় অভিযুক্ত হিসেবে নাম: জানা গিয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে ৩ টি হত্যা এবং ২ টি হত্যার চেষ্টার মামলা রয়েছে। বাংলাদেশ (Bangladesh) পুলিশ সূত্রে খবর, গত বছর অগাস্ট মাসে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএনে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় তাঁকে। তারপরেই গা ঢাকা দেন তিনি। বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলায় চার্জশিট অভিযুক্ত আরিফ। পাশাপাশি আরও কয়েকটি হত্যা এবং হত্যার চেষ্টার মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তাঁকে।
আরও পড়ুন : এক মাসেই বিপর্যস্ত হিমাচল, হড়পা বান-ভূমিধসে রাজ্যে মৃত ২৯৮
আবু সাঈদের খুনে অভিযুক্ত: বাংলাদেশ (Bangladesh) পুলিশ সূত্রে খবর, জুলাই আন্দোলনের সময়ে সবথেকে বেশি আগ্রাসী ভূমিকা পালন করেছিলেন এই প্রাক্তন পুলিশ কর্মকর্তা। ছাত্রদের মিছিল আটকে লাঠিচার্জের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে নিজেও গুলি করেন।
আরও পড়ুন : পুজোর বাজারে নুসরতের চমক, ব্যস্ত নিউ মার্কেট চত্বরে ঝড় তুলল ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’
গত বছর অগাস্ট মাসে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে তিনি ধরা পড়েছেন, তাই সেখানে কী মামলা হয় তা আগে দেখা হবে। আরিফের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার নথিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।