খসে পড়ছে সাকিবের বাংলাদেশ! ভয়ে কলকাতার ইডেন গার্ডেন্স ছেড়ে পালাতে শুরু করলেন সমর্থকরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা টুর্নামেন্ট অতিক্রম হওয়ার জোগাড়। কিন্তু এখনো অবধি নিজেদের সেরা খেলাটা বার করে আনতে পারল না বাংলাদেশ (Bangladesh Cricket Team)। টুর্নামেন্ট শুরুর আগে শিবির থেকে হুংকার ছাড়া হয়েছিল যে দল বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনাল খেলবে। কিন্তু আফগানিস্তান ছাড়া আর কোনও দলের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি টাইগার্সরা। আজকে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সের (Eden Gardens) নেদারল্যান্ডসের (Bangladesh vs Netherlands) বিরুদ্ধে ম্যাচেও চিত্রটা একইরকম। ফলে অত্যন্ত হতাশ বাংলাদেশের ভক্তরা (Bangladesh Fans)।

আজ মাত্র ১৮ ওভারের মধ্যে ৭০ রানের ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তার আগে নেদারল্যান্ডসকে বাগে পেয়েও কোণঠাসা করতে ব্যর্থ হয় সাকিব আল হাসানের দল। কলকাতার ইডেন গার্ডেন সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নামা ডাচরা এক সময় ৬৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল।

   

কিন্তু সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৮৯ বলে ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ডাচ নেতা। শেষদিকে এঙ্গেলব্রেখট (৩৫) এবং লোগান ভ্যান বিক (২৩) অসাধারণ ব্যাটিং করে পুরো ৫০ ওভার অবধি ডাচ ইনিংসকে টেনে বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয়।

আরও পড়ুন: বিশ্বকাপে চমক! অসাধারণ ফর্মে থাকলেও ওয়ার্নারের কাছে এই সম্মান হাতছাড়া করলেন কোহলি

আর তারপর বল হাতে মাঠে নেমে আগুন ছুটিয়ে দেন পল ভ্যান ম্যাকরিনরা। মেহেদী মিরাজ (৩৫) ছাড়া আর কেউ টপ অর্ডারে দাঁড়াতেই পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম, তারকা লিটন দাস প্রত্যেকেই ব্যর্থ। নিজেদের ওপর নিজেরাই চাপ বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।

ned vs bng

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়কের সম্মান বেঁচে গেল

আজ মুশফিকুর রহিম আউট হওয়ার পর একটি অদ্ভুত দৃশ্য দেখা যায় ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বেশিরভাগ সমর্থক স্টেডিয়াম ছেড়ে ফেরার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েন। কেউ কেউ হাত মেরে ইঙ্গিত করতে থাকেন যে এই দলের খেলা দেখে আর লাভ নেই। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি জিতেও যায় তাহলেও নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিরুদ্ধে তাদের এমন শোচনীয় অবস্থা সত্যিই চিন্তার। এই বিশ্বকাপ থেকে তাদের সম্মানরক্ষা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু সেটাও কি ঠিকঠাক করতে পারছে বাংলাদেশ?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর