ঐতিহাসিক টেষ্টে ইশান্তের ভয়ঙ্কর বোলিংয়ে মাত্র ১০৬ রানে শেষ হয়ে গেল বাংলাদেশ।

দেশের মাটিতে প্রথম ঐতিহাসিক টেস্ট ম্যাচ। এই ম্যাচ ঘিরে বিসিসিআই এবং সিএবির তরফ থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল এক অন্য পর্যায়ে। এই ম্যাচ আরও বেশি আকর্ষণীয় করে তুলল ভারতের বোলিং। এইদিন ফের দুর্দান্ত বোলিং করে বাংলাদেশি ব্যাটিং লাইন আপের কোমর ভেঙ্গে দিল ভারতীয় বোলাররা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশি অধিনায়ক মমিনুল ইসলাম। কিন্তু ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয় নেমে আসে বাংলাদেশ দলে। মাত্র 38 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। দুই ওপেনার তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর পর তিন জন বাংলাদেশী ব্যাটসম্যান শূন্য রানে করে প্যাভিলিয়নে ফিরে যায় আর এর ফলেই ভেঙ্গে পড়ে বাংলাদেশি ব্যাটিং লাইন আপ। তবে এই সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় বোলারদের।

30585185c5b58d00502ba04eee73e4faf9b61fa1

দেশের মাটিতে প্রথম ঐতিহাসিক টেস্ট ম্যাচে জ্বলে উঠল সামি, উমেশ, ইশান্তরা। আর এই ঐতিহাসিক ম্যাচ কিছুটা হলেও ফিকে করে তুলল বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং। এইদিন যেন ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারছিল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্রমাগত একের পর এক উইকেট হারিয়ে মাত্র 106 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত 106 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 29 রান করেন ওপেনার শাদমান ইসলাম। ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা পেয়েছেন পাঁচটি উইকেট, তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং বাকি দুটি উইকেট পেয়েছেন মহম্মদ সামি।

Udayan Biswas

সম্পর্কিত খবর