ক্যারিবিয়ানদের কাছে সিরিজ খুঁইয়ে ১০০ টেস্ট হারের সাথে সাথে লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান ভূমে হোয়াইটওয়াশ হল বেঙ্গল টাইগাররা। ২-০ ফলে টেস্ট সিরিজে হার স্বীকার করতে হলো সাকিবদের। সাতাশে জুন বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ফলে ১০ উইকেটে হারতে হয় বাংলাদেশকে। পরপর দুটি ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘরে তুলল ক্যারিবিয়ানরা। অপরদিকে লজ্জার রেকর্ড যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের সাথে।

কালকের এই টেস্ট ম্যাচ হারটি ছিল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে শততম টেস্ট হার। কিন্তু তার চেয়েও বড় লজ্জার ব্যাপার হল যে সবচেয়ে দ্রুততম ১০০ টেস্ট হারের রেকর্ড গড়লেন খালেদ আহমেদরা। এতদিন এই লজ্জার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নামে। ভারত এই লজ্জার তালিকায় রয়েছে ৫ নম্বরে। ভারতের এই ১০০টি টেস্ট ম্যাচ হারতে ৩০৩টি টেস্ট ম্যাচ খেলতে হয়েছিল।

সাম্প্রতিক অতীতে বাংলাদেশ টেস্ট দলের পারফরম্যান্স একেবারেই বলার মতন নয়। ২০২১ থেকে ২০২২-এর জুলাই অবধি তারা মোট ১৫ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। এই ১৫ টি টেস্ট ম্যাচের এগারোটিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের। ফলে প্রবল ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। বিসিবি-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তারা।

সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ টি টেস্টে হারের রেকর্ড
1. বাংলাদেশ (১৩৪)
2. নিউজিল্যান্ড (২৪১)
3. শ্রীলঙ্কা (২৬৬)
4. দক্ষিণ আফ্রিকা (২৭৯)
5. ভারত (৩০৩)


Reetabrata Deb

সম্পর্কিত খবর