অস্ট্রেলিয়ার কাছে হেরে মারাত্মক চাপে বাংলাদেশ! এখন একমাত্র ভারতই পারে সম্মান বাঁচাতে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর বেশ নিশ্চিন্ত ছিল বাংলাদেশ‌ (Bangladesh Cricket Team)। কিন্তু ইংল্যান্ড পরপর দুটি ম্যাচ জিতে তাদের চাপ বাড়িয়ে দিয়েছে। আর আজ অজিদের বিরুদ্ধে (Australia vs Bangladesh) মাঠে নামার পর মিচেল মার্শের (Mitchell Marsh) শতরানে ভর করে অস্ট্রেলিয়া ৩০০ রানেরও বেশি টার্গেট তাড়া করে বাংলাদেশকে হারানোর পরেই চাপ বেড়েছে টাইগারদের। গোটা টুর্নামেন্টে নয়টি ম্যাচ খেলে বাংলাদেশ দুটি ম্যাচে জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট সংখ্যা চার। একই সংখ্যক পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের কাছেও। শ্রীলঙ্কার আর কোনও সুযোগ নেই, কিন্তু নেদারল্যান্ডসের এখনো এখনো একটা ম্যাচ বাকি রয়েছে পয়েন্ট তালিকায় বাংলাদেশকে ছাপিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই ম্যাচে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দলের (Indian Cricket Team)।

আজ বাংলাদেশের হয়ে ব্যাট হাতে প্রত্যেক ব্যাটারই ভালো শুরু করেছিলেন। কিন্তু তৌহিদ হৃদয় (৭৪) ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। কৃপণ বোলিং করে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে ২ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বোলিংয়ের নায়ক সেই অ্যাডাম জাম্পা। কিন্তু চলতে টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবার ৩০০ রানের গণ্ডি অতিক্রম করতে পেরেছে দেখে সন্তুষ্ট ছিলেন বাংলাদেশের ভক্তরা।

bangladesh cricket team ct

কিন্তু অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামার সময় দেখা গেল ওই টার্গেট একেবারেই যথেষ্ট নয়। তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকেই ট্র্যাভিস হেড-কে ফেরালেও ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্স শুরুতেই বুঝিয়ে দেন যে অফ বাংলাদেশের জয়ের কোন আশা নেই। ওয়ার্নার ৫৩ রানের ব্যক্তিগত স্কুলে আউট হলেও এরপর মার্শের সঙ্গে এসে যোগ দেন স্টিভ স্মিথ (৬৩)। ১৩২ বলে ১৭ টি চার এবং ৯ টি ছক্কা সহ ১৭৭ রানের একটি ইনিংস খেলেন।

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

বাংলাদেশ এখনো অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করার মতো জায়গায় রয়েছে। তবে এখনো সেই যোগ্যতাঅর্জন পুরোপুরি নিশ্চিত হয়নি। ইংল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সুবিধাজনক জায়গায় রয়েছে। নেদারল্যান্ডস কাল যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ হাতছাড়া হতে পারে।

আরও পড়ুন: ভারতীয় দলকে চমকে দিলো পাকিস্তান! সেমিফাইনালে রোহিতদেরই করবেন সমর্থন

তবে বাংলাদেশ ভক্তরা একটি ব্যাপার নিয়ে অত্যন্ত খুশি। সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে ট্রলিও চলছে এই বিষয়টি নিয়ে। সেই বিষয়টি হল যে বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে দুবার ৩০০ রানের গণ্ডি পার করেছে। ২০১৯ সালে ও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশ ৩০০ রানের গণ্ডি পার করতে পেরেছিল অজিদের বিরুদ্ধে। কিন্তু ভারত ২০১৯ বিশ্বকাপ ছাড়া আর কোন টুর্নামেন্টে অজিদের বিরুদ্ধে ৩০০ রানের গন্ডি টপকাতে পারেনি। এই বিষয়টিকে একটি অর্জন হিসেবেই দেখছে তারা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর