বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের। গত ম্যাচে হারের পর এমনিতেই লড়াইটা যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য, তার ওপর আজ ইংল্যান্ডের বিরুদ্ধেও ফের একবার পরাজয়ের সম্মুখীন হল বাংলা টাইগাররা। বুধবার টসে জিতে আবুধাবিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মঈন আলীর দুরন্ত আক্রমণের সামনে শুরুতেই আত্মসমর্পণ করেন নইম এবং লিটন। এরপর পাওয়ার প্লে সেই সবার আগেই সাকিবকেও ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ফের বড় ধাক্কা দেন ক্রিস ওকস।
কার্যত আজ ইংরেজ বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের লাইনআপ। ক্রিজে একের পর এক ব্যাটসম্যানরা ছিলেন শুধু ক্ষণিকের অতিথি। অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদউল্লাহ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও আজ তা বিশেষ সমস্যা খাড়া করতে পারেনি ইংল্যান্ডের সামনে। তার ওপর বল হাতে বাকিদের সঙ্গে এদিন জ্বলে ওঠেন লিভিংস্টোনও। প্রথমেই ২৯ রানে মুশফিকুরকে ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে উইকেট পতন অব্যাহত থাকায় চাপে পড়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহও।
শেষ পর্যন্ত ১৯ রানে লিভিংস্টোনের শিকার হন তিনিও। এরপর আর ঘুরে দাঁড়াতে হয়নি বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানেই শেষ হয়ে যায় তারা। ইংল্যান্ডের এদিন সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন তামিল মিলস। দুটি করে উইকেট পান লিভিংস্টোন এবং মঈন। একটি উইকেট শিকার করেন ওকস। ব্যাট হাতে এই অসহায় আত্মসমর্পণের পর বল হাতেও আজ চূড়ান্ত হতাশাজনক ছিল বাংলাদেশের পারফরম্যান্স।
Another day, another sizzling England performance ✨#T20WorldCup | #ENGvBAN | https://t.co/lyuqx0NllZ pic.twitter.com/CljGMLEoVj
— T20 World Cup (@T20WorldCup) October 27, 2021
কার্যত একা জেসন রয়ের হাতে মার সামলাতে সামলাতেই ম্যাচ হাত থেকে ফসকে যায় সাকিবদের। মাত্র ৩৮ বলে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো যে ৬১ রানের ইনিংস খেলে যান তিনি ইংল্যান্ডকে ম্যাচ জেতাতে তাই ছিল যথেষ্ট। তার বাকি রাখা কাজ আজ শেষ করে দেন মালান এবং বেয়ারস্টো। একদিকে যেমন ২৮ রানে অপরাজিত থাকেন মালান, তেমনি অন্য প্রান্তে ৮ রানে নটআউট বেয়ারস্টো। ফলত ৫.৫ ওভার বাকি থাকতেই ২ উইকেটে ১২৬ রান করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।