নতুন রেকর্ড করলো বাংলাদেশের পদ্মা সেতু, সৃষ্টি করল এক নতুন ইতিহাস

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই বাংলাদেশীদের স্বপ্নের পদ্মা সেতুর (Padma Multipurpose Bridge) উদ্বোধন করেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। অনেক বাধা-বিপত্তি পার করে বাস্তবের মুখ দেখেছে পদ্মার উপর গড়ে ওঠা এই সেতুটি।

১৯৯৯ সাল থেকে পদ্মা সেতু তৈরীর ভাবনা চিন্তা শুরু হলেও ২০১১ সাল থেকে শুরু হয় নির্মাণ কাজ। এরপর ১১ বছর ধরে নানান দেশি-বিদেশি সংস্থা, ইঞ্জিনিয়ার ও কর্মচারীদের প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই সেতুটি। সেতু চালু হওয়ার পর থেকেই সহজ হয়েছে পারাপার। সেতুর মাধ্যমে অর্থনীতির আলো দেখতে শুরু করেছে বাংলাদেশ (Bangladesh)।

উদ্বোধনের বহু আগে থেকেই পদ্মা সেতু নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। এই সেতুর হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশের অর্থনীতি। শুধু ব্যবসায়ীরা নয় এই সেতুকে কেন্দ্র করে লক্ষ্মীর আগমন ঘটছে বাংলাদেশের অর্থনীতিতে। এটি একটি টোল সেতু। অর্থাৎ এই সেতু পারাপার করার সময় দিতে হয় নির্দিষ্ট পরিমাণ অর্থ। সেই অর্থ থেকে অর্থনীতির ভাঁড় ভরছে বাংলাদেশে।

সেতু তৈরীর অর্থ টোল ট্যাক্স এর মাধ্যমে তুলতে চাইছে বাংলাদেশ সরকার। এখনো পর্যন্ত এই সেতু থেকে রেকর্ড আয় হয়েছে বাংলাদেশের। একদিনেই এই সেতু থেকে মোট আয় ছাড়িয়ে যায় ৩ কোটি ১৬ লাখ টাকা। সূত্র মারফত জানা যাচ্ছে ওইদিন ২৬ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার করে সেতুর ওপর দিয়ে। কিন্তু গত ১২ ই জুলাই রেকর্ড আয় করেছে বাংলাদেশ সরকার। সেই দিন ওই সেতুর উপর দিয়ে ৩১ হাজার ৪১১ টি গাড়ি পারাপার করেছে। যা থেকে আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪৫০ টাকা!

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর