বাংলাহান্ট ডেস্ক : ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। সোমবার দুপুরে সে দেশের রাজধানী শহরের উত্তরায় ঘটে গিয়েছে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Bangladesh Plane Crash)। এই ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত এবং আহতের সংখ্যা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৬ জন মারা গিয়েছে এই দুর্ঘটনায়। আহত শতাধিক। বহু কিশোর, তরুণ গুরুতর ভাবে দগ্ধ হয়েছে আগুনে। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের (Bangladesh) ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা
এদিন উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজের ছাদে ভেঙে পড়ে বাংলাদেশ (Bangladesh) বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। স্কুলের ছাদ ভেঙে পড়েও আহত হন বহু পড়ুয়া, শিক্ষকরা। সেনাবাহিনীর সম্মিলিত সেনা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন একজন।
আরও বাড়ল মৃতের সংখ্যা: বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে হয়েছে ১৬ জন। তিনটি হাসপাতালে ভর্তি রয়েছে শতাধিক। তাদের মধ্যে অধিকাংশের বয়সই ১০ থেকে ১৬-১৭ বছরের মধ্যে। মৃতদের নাম এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ভিড় করেছেন উদ্বিগ্ন বাবা মায়েরা। সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তা গ্রাস করেছে অনেকজনকেই।
আরও পড়ুন : তৃণমূলের শহিদ স্মরণে পহেলগাঁওতে নিহত বিতানের বাবা মা, হাজির শহিদ জওয়ানের পরিবার, পেলেন আর্থিক সাহায্য
দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ: এদিকে দুর্ঘটনার পর চার ঘন্টা পেরিয়ে গেলেও ভেঙে পড়া বিমানের পাইলট এবং অন্য যাত্রীদের বিষয়ে কিছুই জানায়নি বাংলাদেশের (Bangladesh) বিমান বাহিনী। যুদ্ধ পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী দল, সেনা, পুলিশ মনে করছে, বিমানের নীচেও চাপা পড়ে রয়েছে অনেকে। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তাদের। এই ঘটনায় শোকবার্তা প্রকাশ করেছেন বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)।
আরও পড়ুন : মমতার সভায় হাজির তাঁরই ‘ডুপ্লিকেট’! একুশের সমাবেশে চমকপ্রদ কাণ্ড, নেপথ্যের কারণ জানলে ভারী হবে মন
সেখানে লেখা, ‘রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’