হিন্দুদের প্রাণের উৎসবে সামিল শেখ হাসিনা, অষ্টমীর দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপুজোয় সামিল হলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। অষ্টমীর দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নাচে গানে বরণ করে নেওয়া হয় হাসিনাকে। তাঁকে কাছে পেয়ে খুশি অনেকেই। এদিন সেখানে গিয়ে হাসিনা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। পুরোহিতদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে জানতে চান, পুজো ঠিকমতো হচ্ছে কিনা। কোনও সমস্যা হচ্ছে কিনা তাও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা (Dhaka) দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখবেন। অষ্টমীতে রীতি মেনে বাংলাদেশেও হয়েছে কুমারী পুজো। কুমারীদের আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী। এ বছর বাংলাদেশে মহা সমারোহে পালিত হচ্ছে হিন্দু তথা বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja)। এ বছর সেখানে বেড়েছে পূজো মণ্ডপের সংখ্যাও। সেই সব জায়গাতেও গত বছরের ঘটনার কথা মাথায় রেখে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে একাধিক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। কুমিল্লা-সহ বেশ কয়েকটি জেলায় দুর্গা মূর্তি ভাঙচুর, ধর্মের অবমাননা ঘটনার কথাও শোনা গিয়েছে। তাই এ বছর থেকে প্রথম থেকেই সাবধানী ছিল প্রশাসন। দুর্গাপুজোয় জঙ্গি (Terrorist) হামলা নিয়ে সাংবাদিক বৈঠক করে সকলকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার অষ্টমীর দিন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেরিয়ে পড়লেন মণ্ডপ দেখতে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর