বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দুটি আলাদা আলাদা ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral Picture) হচ্ছে। ওই ভাইরাল ছবি গুলোতে দেশের প্রধানকে আলাদা ভঙ্গিতে দেখা যাচ্ছে। একটি বাংলাদেশি নিউজের রিপোর্ট অনুযায়ী, একটি ছবিতে শেখ হাসিনা সেলাই ম্যাশিনে পারম্পরিক বাঙালি পোশাক সেলাই করছেন, আরেকটি ছবিতে তিনি ছিপ দিয়ে মাছ ধরছেন দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী প্রথমে সংসদে বলেন যে কীভাবে তিনি করোনা ভাইরাস মহামারীর সময় নিজের দৈনিক রুটিন বদলে নেন। প্রাতঃ ভ্রমণের সময় উনি মাছ ধরার মজাও নিয়েছেন। এই ছবি আওয়ামী লিগের শীর্ষ নেতা আর দলের আধিকারিক ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। বেসরকারী শিল্প এবং বিনিয়োগের প্রধান পরামর্শক সলমান এফ রহমান ছবি শেয়ার করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি বাংলাদেশি আর ১০ লক্ষের বেশি রোহিঙ্গা মুসলিমদের ভাগ্য সফলতাপূর্বক বদলে দিয়েছেন। এরপরেও রান্না করা, মাছ ধরা আর সেলাই করার জন্য সময় বের করে নেন তিনি।”
আরেকদিকে, বিদেশী মামলায় প্রতিমন্ত্রী মোহম্মদ শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি শেয়ার করে লেখেন, ‘আমি ভালো ক্যাপশন দিতে পারিনা।” আইসিটিএর প্রতিমন্ত্রী জুনেইদ আহমেদ পলক দুটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা একজন সাধারণ বাঙালি মহিলার মতই কাপড় পরেন। তিনি নিজের ব্যস্ততা থেকে মুক্ত হলেই নিজেই কাপড় সেলাই করেন। এছাড়াও ফাকা পেলে তিনি গণভবনের পুকুরে মাছও ধরেন। এরকম অসাধারণ ব্যাক্তিত্বর জন্য অনেক ভালবাসা আর সন্মান রইল। উনি সবকিছু খুইয়ে দেওয়ার পরেও গোটা দিন দেশের জন্য কাজ করে চলেছেন।”