চার মাসে আরও অধঃপতন, সংষ্কারের নামে ভাষণ সর্বস্ব ইউনূসের বিরুদ্ধে ফের পথে নামল বিক্ষুব্ধ ছাত্ররা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ নির্বাচন নিয়ে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশে (Bangladesh)। গত অগাস্টে অন্তর্বর্তী সরকারের মাথায় বসার পরেই আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মহম্মদ ইউনূস। যদিও তার কিছুই হয়নি বলে অভিযোগ ওপার বাংলায় (Bangladesh)। এদিকে লাগাতার বিরোধীদের চাপের মুখে পড়ে সাধারণ নির্বাচনের ঘোষণা করতে বাধ্য হন ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়। এবার তা নিয়ে ফের ছাত্র বিপ্লবের মুখে পড়েছেন তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা।

বাংলাদেশে (Bangladesh)। নির্বাচন নিয়ে ফের বিতর্ক

বিএনপির তীব্র চাপের মুখে পড়ে নির্বাচনের ঘোষণা করেছিলেন মহম্মদ ইউনূস। এদিকে ঘোষণার পরেই এ নিয়ে আপত্তি প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি পালটা বলেন, ‘ঘোষণা করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ নতুন সংবিধান বা সংষ্কার কোনোটাই আমরা পাইনি।’

Bangladesh protest again on February election

কী অভিযোগ নেতার: এনসিপি নেতার বড় দাবি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তবে নতুন সংবিধানের জন্য যারা শহিদ হয়েছিলেন তাদের মরদেহ হস্তান্তর করতে হবে সরকারকে। ইউনূস (Bangladesh)। অবশ্য তাঁর সিদ্ধান্ত থেকে নড়তে নারাজ। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফের স্পষ্ট করেছেন ইউনূস।

আরও পড়ুন : ৯ বছর পর দেবের কাছে ফিরেছেন শুভশ্রী, মুক্তির আগেই টলিউডে রেকর্ড ‘ধূমকেতু’র

পালটা দাবি ইউনূসের: অভিযোগ, ক্ষমতা বসে উন্নয়ন নিয়ে বড় দাবি করেছিলেন মহম্মদ ইউনূস। কিন্তু কার্যক্ষেত্রে কিছুই হয়নি বলে অভিযোগ। এর মাঝেই নির্বাচনের ঘোষণা সেরে বিতর্ক আরও বাড়িয়েছেন ইউনূস। ইউনূস।

আরও পড়ুন : আদালতের অনুমতি সত্ত্বেও অভয়ার বাবা-মায়ের উপর লাঠিচার্জ! পুলিশের অস্বস্তি বাড়িয়ে এবার মামলা দায়ের হাইকোর্টে

মঙ্গলবার ঢাকায় তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সংষ্কার দাবি করে এনসিপি নেতা বলেন, ডিজিএফআই রাখতে হলে সংষ্কার করতে হবে বলে দাবি করেছেন তিনি।