বাংলা হান্ট নিউজ ডেস্ক: তৃতীয় দিনে বাংলাদেশ যখন ২৩১ রানে অলআউট হয়ে গিয়ে ভারতের সামনে জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে ভারতের পক্ষে এই রাত তোলা খুব একটা কঠিন কাজ হবে না। কিন্তু তৃতীয় দিনের শেষে খেলা যখন শেষ হলো তখন বাংলাদেশ চালকের আসনে না বসলেও ভারতকে বেশ খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছে।
এর পুরো কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের স্পিনারদের। মেহেদী মিরাজ হাসান, তাইজুল ইসলামরা সাঁড়াশির মতো চেপে ধরেছে ভারতীয় ব্যাটিং লাইনআপকে। ভারতকে আজ প্রথম ধাক্কাটা দিয়েছিল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিজের অফফর্ম অব্যাহত রেখে এই সিরিজে আরো একবার ব্যর্থ লোকেশ রাহুল (২)। ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশের অধিনায়ক বুঝিয়ে দিয়েছিলেন যে টার্গেট ১৪৪ হলেও ভারতের কাজটা সহজ হবে না।
এরপর বাংলাদেশের বাকি দুই স্পিনার তাইজুল এবং মেহেদী ভারতকে চেপে ধরেন।। তাইজুল দ্বিতীয় ইনিংসে এখনো উইকেট পাননি। কিন্তু মেহেদী হাসান এরপর পূজারা (৬), গিল (৭) ও কোহলিকে (১) ড্রেসিংরুমে পাঠিয়ে ভারতকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে। ভারতের হাতে এখন রয়েছে আর ছয় উইকেট এবং জয়ের জন্য তাদেরকে তুলতে হবে আরও ১০০ রান।
মিরপুরের ফলাফল কি হবে তা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের স্পিনাররা কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন তার ওপর। তৃতীয় দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল এবং নৈশপ্রহরী জয়দেব উনদকাট। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৪১।
আজ দিনের শুরুর দিকে জাকির হাসান এবং পরবর্তীকালে লিটন দাসের অর্ধশতরানে ভর করে বাংলাদেশে ২৩১ অবধি পৌঁছতে পেরেছিল। সাকিব, মুশফিকুর, শান্তরা যদি ব্যর্থ না হতেন তাহলে ভারতের ওপর আজ আরও অনেক বেশি চাপ থাকতো। কিন্তু অক্ষর ৩ এবং অশ্বিন ও সিরাজ ২ টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসকে বেশি দূরে এগোতে দেননি।