দুর্গাপুজোয় ইউনূস সরকারের বিরাট সিদ্ধান্ত! কতদিন মিলছে ছুটি? হয়ে গেল ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: এখন বাংলা জুড়ে উৎসবের আমেজ। মা দুর্গা এসেছেন বলে কথা। কিন্তু, এপার বাংলায় উৎসবের আমেজ থাকলেও ওপার বাংলায় দুর্গাপূজা (Durga Puja) নিয়ে সকলের মনে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই দেশ ছেড়ে পালান। তবে তিনি পালিয়েছেন নাকি পালাতে বাধ্য করা হয়েছে, এর উত্তর নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। সে যাই হোক না কেন, শেখ হাসিনার বিদায়ের পর থেকে সেদেশের সংখ্যালঘুদের ওপর শনির দশা চলছে। বিশেষ করে, হিন্দুদের ওপর বেড়েছে নির্যাতন।

দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষ্যে নেওয়া হল বড় সিদ্ধান্ত:

আর এই আবহে পুজো হবে কি হবে না এমন দোনামোনা চলছে, তখন উঠে এল আরও বিরাট চাঞ্চল্যকর তথ্য। এবার দুর্গাপুজোয় (Durga Puja) সরকারি ছুটি নিয়ে বড় ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গাপূজার জন্য অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে এই বছর। আর এ বিষয়ে ঘোষণা করেছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ। এত উদ্বেগ এবং আশঙ্কার মধ্যে অবশেষে বাংলাদেশ শান্তির উচ্ছ্বাস। আসলে দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশে বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Bangladesh take a big decision for Durga Puja.

উল্টোদিকে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর রবিবার বিজয়া দশমী উপলক্ষ্যে আরও একটি সরকারি ছুটি রয়েছে। সবমিলিয়ে দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষ্যে মোট চারদিন ছুটি পাচ্ছে ওপার বাংলার সনাতনী হিন্দুরা। আর স্বাভাবিকভাবেই এই খবর বাংলাদেশে খুশির বাতাবরণ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়াতে আর সুযোগ পাবেন না এই কিংবদন্তি খেলোয়াড়? রঞ্জি ট্রফিতেও মিলল না চান্স

এই বিষয়ে ডেপুটি সেক্রেটারি আবুল কালাম আজাদ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “দুর্গাপুজোর (Durga Puja) জন্য বাংলাদেশে সাধারণত একদিন ছুটি দেওয়া হত। এবার তা ২ দিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সপ্তাহান্তে আরও ২ দিন ছুটি থাকছে। সবমিলিয়ে দুর্গাপুজো উদযাপনের জন্য ৪ দিন ছুটি পাওয়া যাবে।” সেই সাথে তিনি আরও জানান, ৫ অগাস্টের পর হামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ওপার বাংলায় যাতে হিন্দুরা কোনও রকমের উৎসব থেকে বঞ্চিত না হয় তার জন্য সুব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন: ৩,৬৫,০৫,০৯,১২,৫০০….. একদিনেই বিপুল লক্ষ্মীলাভ আদানির! ধনকুবেরদের তালিকায় কোথায় দাঁড়িয়ে আম্বানি?

এই আবহে জানিয়ে রাখি, গোটা বাংলাদেশে চলতি বছর ৩১,৪৬১ টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপুজো (Durga Puja) হচ্ছে। গত বছর যেখানে দুর্গাপূজা হয়েছিল ৩২,৪০৮টি। এবছর এই সংখ্যা কিছুটা হলেও কমেছে। উল্টোদিকে ঢাকা মহানগরে এবার ২৫২ টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। যেখানে গতবছর সেখানে পুজো হয়েছিল ২৪৮ টি। গত বছরের তুলনায় এই বছর মহানগরে পুজোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ টি। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত। তবে, বাংলাদেশের হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার বেড়েছিল সেখানে দাঁড়িয়ে এভাবে পুজো সত্যিই অভাবনীয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর