বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট ভারতের

গৌরনাথ চক্রবর্ত্তী, ২ জুলাই ঃভারত ২৮ রানে বাংলাদেশকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাল।ভারতের শ্রীলঙ্কার সঙ্গে একটি ম্যাচ রয়েছে।৩১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাংলাদেশ ৪৮ ওভারে ২৮৬ রানে অল আউট হয়ে যায়।

মঙ্গলবার এজবাস্টনে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়।এদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।ভারতের দুই ওপেনার শুরুটা দারুণ করে।এদিন রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করেন।৯০ বলে ১০০ রান করেন রোহিত। রোহিত শর্মা ৯২ বলে ১০৪ রান করে আউট হন।

চলতি বিশ্বকাপে চারটি শতরান করে ফেললেন রোহিত শর্মা।যা ভারতীয়দের মধ্যে রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে তিনটি শতরান করেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।মঙ্গলবার এজবাস্টনে রোহিত শর্মা সৌরভ গাঙ্গুলীকে টপকে গেলেন।২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার চারটি শতরান করেছে।এদিন সাঙ্গাকারার রেকর্ডকে স্পর্শ করলেন রোহিত শর্মা।

কে এল রাহুল ৯২ বলে ৭৭ রান করেন।বিরাট কোহলি বড় রান করতে ব্যর্থ হন।বিরাট ২৭ বলে ২৬ রান করেন।ঋষভ পন্থ ৪১ বলে ৪৮ রান করেন।হার্দিক পাণ্ডিয়া ০ রান আউট হন।
ধোনী ৩৩ বলে ৩৫ রান করেন।দীনেশ কার্তিক ৯ বলে ৮ রান করেন।ভুবনেশ্বর কুমার ২ রানে রান আউট হন।শামি ১ রান করেন।ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান তোলে।বাংলাদেশকে জিততে হলে ৩১৫ রান করতে হবে।বাংলাদেশের মুস্তাফিজুর ৫ টি উইকেট নেন।
ভারতের দলে দুটি পরিবর্তন হয়।কুলদীপ যাদবের জায়গায় দলে আসেন ভুবনেশ্বর। কেদার যাদবের জায়গায় দীনেশ কার্তিক দলে আসেন।

Screenshot 2019 0702 232222
বাংলাদেশ ৩১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে।তামিল ইকবাল ২২ রান করেন।সৌম্য সরকার ৩৩ রান করেন।শাকিব ৭৪ বলে ৬৬ রান করেন।রহিম ২৪ রান করেন।লিটন দাস ২২রানে আউট হন।হোসেন ৩ রান করেন।এস রহমান ৩৬ রান করেন।সইফুদ্দিন ৩৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।মোর্তাজা ৮ রান করেন।
ভারতের জসপ্রীত বুমরাহ ৫৫ রানে ৪ টি উইকেট পান।হার্দিক পাণ্ডিয়া ৬০ রান দিয়ে ৩ টি উইকেট নেন।

সম্পর্কিত খবর