ভারত থেকে ১২শ কোটি টাকার ব্রডগেজ রেলকোচ কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত হল বিরাট চুক্তি

বাংলা হান্ট ডেস্ক: এবার পদ্মা পাড়ে রেল পরিবহন ব্যবস্থায় গতি বাড়াতে প্রতিবেশী দেশ বাংলাদেশ-ভারতের (Bangladesh-India) থেকে মোট ২০০ টি ব্রডগেজ যাত্রীবাহী রেল কোচ (Rail Coach) আমদানি করতে চলেছে। ইতিমধ্যেই এই লক্ষ্যে সোমবার বিকেলে ঢাকার রেল ভবনে ভারতের প্রতিষ্ঠান আরআইটিইএস  লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের।

জানা যাচ্ছে এই কোচগুলি কিনতে বাংলাদেশী মুদ্রায় খরচ হয়েছে মোট ১২০৫ কোটি টাকা। জানা যাচ্ছে বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেসমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নেই বাস্তবায়িত করা হবে এই প্রকল্প। বাংলাদেশের রেল সূত্রে খবর এই চুক্তি অনুযায়ী ভারত থেকে নেওয়া কোচগুলি হবে স্টেইনলেস স্টিলের।

   

যা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হতে চলেছে। এছাড়াও যাত্রীদের আরামদায়ক পরিষেবা দেওয়ার জন্যই এই  রেলকোচ গুলিতে থাকবে শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা। এছাড়াও এই রেলকোচ গুলিতে থাকবে পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতি।

ভারতীয় রেলের এই নতুন কোচগুলি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যুক্ত করার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থায় নতুন গতি এনেছে সে দেশের পদ্মা সেতু। গত বছরে পদ্মা সেতুর হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ট্রেন পরিবহন ব্যবস্থা।

আরও  পড়ুন: এই ক্ষেত্রে হাওড়াকে জোর টক্কর দিচ্ছে আসানসোল! রেলের পরিসংখ্যান দেখলে চমকে যাবেন

আর এবার ভারত থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন রেলকোচ  আমদানি করার পর আরও বেশি যাত্রী পরিবহন করা যাবে বলেই মনে করছেন সে দেশের রেল কর্তৃপক্ষ। এদিন বাংলাদেশের সাথে ভারতের রেলকোচ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সেদেশের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম, মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর, সহ রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

ral

এছাড়াও ভারতীয় রেল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ছিলেন ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পঙ্কজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব করপোরেশন মিচেল ক্রেজা প্রমুখ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর