বাংলাহান্ট ডেস্কঃ গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পর এবার হাতে এল নাজিবুল্লাহের প্রোটেকটিভ চ্যাট। সেইসঙ্গে পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গ (west bengal) এবং বাংলাদেশকে (bangladesh) একত্রিত করে অভিন্ন একটি ম্যাপ। তবে বর্তমানে জেএমবি সন্দেহে ধৃত জঙ্গি নাজিবুল্লাহের মোবাইলে থাকা প্রোটেকটিভ চ্যাট ডিকোড করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।
তালিবানি সংগঠনের হয়ে প্রচার চালানো এই নাজিবুল্লাহের ঠিক কার কার সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা নাজিবুল্লাহ ওরফে সাকিব আলি নিজস্ব ফেসবুক পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে “তালিবান বাহিনী তো আদতে কোনও সন্ত্রাস বাহিনী নয়!”- এইভাবে তালিবানি সংগঠনের হয়ে প্রচার চালাত।
এইভাবে তালিবানি সংগঠনের হয়ে প্রচার চালিয়ে যুব সমাজকে একত্রিত করার চেষ্টা করছিল। একজন জামাত নেতার মুক্তির দাবিতে এই যুব সমাজকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল নাজিবুল্লাহ। গ্রেফতারের পর তদন্তে নেমে নাজিবুল্লাহের বীরভূমের পাইকর এলাকার ছাপাখানা থেকে ইসলাম সম্পর্কিত বেশ কয়েকটি বই এবং ইলেকট্রিক গ্যাজেট পেয়েছে গোয়েন্দা দফতর।
কলকাতা পুলিসের STF জেএমবি সন্দেহে গ্রেফতার করে নাজিবুল্লাহ ওরফে সাকিব আলিকে। গ্রেফতারের পর জিজ্ঞাসাদ করতে গিয়ে নাজিবুল্লাহের প্রোটেকটিভ চ্যাট হাতে আসে গোয়েন্দাদের। বর্তমানে সেই চ্যাট ডিকোড করে কার কার সঙ্গে যোগাযোগ ছিল নাজিবুল্লাহের, কি কি কথা হয়েছে, সমস্তটাই জানার চেষ্টা করছে। ইসলামকে বাঁচাতে জিহাদের কথা উল্লেখ করে লেখা বেশ কয়েকটি লিফলেটও পাওয়া যায়। সেইসঙ্গে বাংলা এবং বাংলাদেশকে মিলিয়ে একটি অভিন্ন ম্যাপও পাওয়া গিয়েছে।