ডেঙ্গিতে ঝরে গেল তরতাজা প্রাণ! মাত্র ১৯- এ চলে গেলেন এই জনপ্রিয় অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক : বর্ষার নামার সাথে সাথে হু হু করে বেড়েই চলেছে ডেঙ্গুর (Dengue) প্রকোপ। ভারতের (India) পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পড়শী দেশে অবস্থা তথৈবচ। বাংলাদেশে (Bangladesh) গত কয়েকদিনেই দু-হাজারেরও বেশ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আর সেই ডেঙ্গুতেই কেড়ে নিল আরও এক তরতাজা প্রাণ। বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া।

সূত্রের খবর, মাত্র উনিশ বছর বয়সেই অকালে ঝরে গেল একটা সতেজ প্রাণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন বাংলাদেশের অভিনেত্রী নিশাত আরা। এইদিন তাঁর বন্ধু মহম্মদ হৃদয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি জানিয়েছেন। তারপর থেকেই শোকস্তব্ধ ঢালিউড।

সূত্রের খবর, গত চারদিন আগেই আচমকা জ্বরে আক্রান্ত হন নিশাত। সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা‌। শারিরীক অবস্থার অবনতি দেখে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তবে তাতেও কোনও উন্নতি পরিলক্ষিত হয়নি। হঠাৎ করেই দ্রুত হারে প্লেটলেট কমতে শুরু করে দেয়।

আরও পড়ুন : সৌন্দর্যের দিক থেকে ঐশ্বরিয়াকেও টেক্কা দেবে প্রাণের মেয়ে, ছবি দেখে চোখ ফেরাতে পারবেননা

এমতাবস্থায় সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেলেও আচমকাই বেড়ে যায় প্লেটলেট। এমন পরিস্থিতিতে শরীর একটু সুস্থ হতেই বাড়ি যাওয়ার জন্য বায়না করেন অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়ি চলেও আসেন এই ফুটফুটে অভিনেত্রী। আর তাতেই ঘটে যায় যত বিপত্তি। ডেঙ্গুর জ্বরকে গুরুত্ব না দেওয়াতেই নেমে আসে বিপদ।

আরও পড়ুন : ‘আমি আর আমার স্ত্রী মারা যাব…’, মেয়ের কথা উঠতেই কেঁদে ফেললেন মিঠুন

অভিনেত্রীর বন্ধু জানিয়েছেন, প্রতিদিনই নিয়মিত কথা হতো নিশাতের সঙ্গে৷ তিনি বলেন, ‘‘আমার সঙ্গে নিয়মিত কথা হয়েছে। বুধবার রাতেও কথা হয়েছে। ও জ্বরকে সে ভাবে গুরুত্ব দিচ্ছিল না। বলছিল ঠিক হয়ে যাবে। ওষুধ খেলেই সেরে যাবে বলত নিশাত।’’ এমনকি বুধবার বাড়ি ফিরে খানিক স্বস্তিবোধ করলেও বৃহস্পতিবার ঘটে যায় অঘটন। যদিও তার মৃত্যু স্বাভাবিক কী না তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : ‘জওয়ানে’র ট্রেলার আসতেই নড়েচড়ে বসলেন সলমন, প্রকাশ্যে ‘টাইগার ৩’ রিলিজের দিনক্ষণ

nishat ara alvida young actress nishat dies of dengue dengue natore daily bangladesh 1693568776

কয়েকদিন আগেই নিশাত তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘পরের জন্মে শালিক হব’। আর সেই পোস্টের মাত্র চারদিনের মাথাতেই তারার দেশে পাড়ি দিলেন নায়িকা। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র ১৯ বছর বয়সেই বেশকিছু হিট প্রোজেক্টে কাজ করেছেন তিনি। কাজ করেছেন বেশকিছু শর্ট ফিল্ম ও নাটকে। এরপর একটি প্রোজেক্টের মূখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর