বাংলাদেশি মৌলানার আজব ফরমান! ফেসবুকের ‘হাহা” ইমোজির বিরুদ্ধে জারি করলেন ফতোয়া

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) এক বহু চর্চিত মৌলানা ফেসবুকের (Facebook) ‘হাহা” ইমোজির (Haha Emoji) বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মৌলানা আহমদুল্লাহ (Ahmadullah) ফেসবুকে মানুষকে হাসির পাত্র বানানোর জন্য ‘হাহা” ইমোজির ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বলে দিই, ফেসবুক আর ইউটিউবে মৌলানার ৩০ লক্ষের বেশি ফলোয়ার্স আছে। তিনি মাঝেসাঝেই টিভিতে মুসলিম প্রধান বাংলাদেশের ধার্মিক বিষয় নিয়ে আলোচনা করেন।

শনিবার মৌলানা তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করে ফেসবুকের বিরুদ্ধে মানুষের উপহাস বানানো নিয়ে চর্চা করেন। এরপর তিনি ফতোয়া জারি করেন। পাশাপাশি তিনি এও জানান যে, মুসলিমদের জন্য কেন এটি হারাম। আহমদুল্লাহ বলেন, ‘আজকাল আমরা হাহা ইমোজির ব্যববহার ফেসবুকে মানুষকে উপহাস বানানোর জন্য করি। ওনার এই ভিডিও দ্রুত গতিতে ভাইরাল (Viral Video) হয়ে যায়।

মৌলানা আহমদুল্লাহ বলেন, ‘যদি আপনি শুধু মজা করার জন্য হাহা ইমোজির ব্যবহার করি আর কন্টেন্ট পোস্ট করা ব্যক্তির কাজই যদি মানুষকে হাসানর উদ্দেশ্য হয়, তাহলে ঠিক আছে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি পোস্ট কর্তার উপহাস বানানো হয়, তাহলে সেটি ইসলামে হারাম বলে বিবেচিত হবে। কারও উপহাস করার জন্য এই ইমোজির ব্যবহার করবেন না। আপনি যদি মুসলিমকে আঘাত দেন তাহলে সে এমন ভাষার ব্যবহার করবে যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না।”

মৌলানার এই ভিডিওতে ওনার হাজার হাজার ফলোয়ার্স প্রতিক্রিয়া দিয়েছেন। বেশীরভাগ মানুষ ওনাকে সমর্থন করেছেন। আবার অনেকেই ওনার ওই ভিডিও পোস্টে হেসে দিয়ে ওনার ফতোয়ার মজা উড়িয়েছেন। বলে দিই, আহমদুল্লাহ বাংলাদেশের নতুন প্রজন্মের মৌলানা যিনি ফেসবুকে বেশ সক্রিয় থাকেন। ওনার প্রতিটি ভিডিও বেশ জনপ্রিয় হয় আর সেগুলোতে লক্ষ লক্ষ ভিউও হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর