বাংলা হান্ট ডেস্ক : শেখ হাসিনার (Sheikh Hasina) পতনের সাথে রাজনৈতিক পালা বদলের পর বিগত কয়েক মাসে বিরাট পরিবর্তন এসেছে বাংলাদেশের জনজীবনে। গত জুলাই মাস থেকেই বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এক ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এই ছাত্র আন্দোলন ঘিরে ক্রমশ অশান্ত হয়ে উঠতে শুরু করেছিল বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ।
শেখ হাসিনার (Sheikh Hasina) পতন নিয়ে সিনেমা
ধীরে ধীরে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন রূপ নেয় শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার বিরোধী গণ আন্দোলনে। বাংলাদেশের ছাত্র সমাজ গণভবন অভিযান করার পরেই চাপে পড়ে তড়িঘড়ি পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) । দেশবাসীর মধ্যে সেই ছাত্র আন্দোলনের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে কানে আসছে এক বড় খবর।
শোনা যাচ্ছে এবার বাংলাদেশের শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার পতন ও পলায়নের কাহিনী আসছে বড়পর্দায়। ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রায়হান রাফীর হাত ধরেই এবার রুপোলি পর্দায় ফুটে উঠবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কাহিনী। এই মুহূর্তে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও নিজস্ব পরিচিতি তৈরি করে ফেলেছেন রাফী।
ওপার বাংলার এই পরিচালকের ছবি সুড়ঙ্গ মুক্তি পেয়েছিল এবার বাংলাতেও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন রাফি পরিচালিত সর্বশেষ সিনেমা ‘তুফান’ বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং মিমি চক্রবর্তী অভিনীত এই সিনেমা এপার বাংলায় সেভাবে ব্যবসা করতে না পারলেও বাংলাদেশের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে।সবমিলিয়ে বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত পরিচালক রাফী। বর্তমানে তাঁর হাতে রয়েছে টলিউডের ‘বস’ জিৎ এবং বাংলাদেশের শরীফুল রাজ অভিনীত আসন্ন সিনেমা লায়ন এর কাজ। পাশাপাশি তুফানের ব্যাপক জনপ্রিয়তার পর এই সিনেমার সিক্যুয়েল বানানোর চিন্তাভাবনাও শুরু করেছেন তিনি।
সম্প্রতি শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সিনেমার গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে রাফী জানান সত্যিকারের ঘটনা নিয়ে সিনেমা তৈরি করতে তিনি পছন্দ করেন। তাই এই মুহূর্তে তিনি মন দিয়েছেন রাজনৈতিক সিনেমা তৈরিতে। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে রাফী ঘোষণা করেন শেখ হাসিনার পতন নিয়ে সিনেমা বানানোর কথা।
আরও পড়ুন : তিরুপতির ইসকন মন্দিরে বোমা! আইএসআই-এর জঙ্গিদের হুমকি বার্তায় তোলপাড় দেশ
সেইসাথে এদিন রাফি জানান, ‘জুলাই অভ্যুত্থানে এত গল্প আছে যেগুলো নিয়ে অনেক সিনেমা তৈরী করা যাবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। পরিচালকের কথায় জুলাইয়ের এই অভ্যুত্থানে রয়েছে প্রচুর গল্প আর টুইস্ট। তাই তিনি এই বিষয় নিয়ে সিনেমা বানানোর জন্য দারুন উৎসাহী।
রাফীর কথায়, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’ কিন্তু এখন প্রশ্ন হল যাকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হাসিনার চরিত্রে কে অভিনয় করছেন? জানা যাচ্ছে এখনও পর্যন্ত এবিষয়ে চিন্তাভাবনা করছেন পরিচালক।