৩০০ বছরের পুরনো কালীমন্দির পুনর্নির্মাণ করছে বাংলাদেশের মুসলিমরা, চাইল মোদীর সাহায্য

বাংলা হান্ট ডেস্ক: ৩০০ বছরের পুরনো শ্মশান কালী মন্দিরের (Kali Mandir) মূর্তি তৈরি করছে বাংলাদেশের (Bangladesh) মুসলমানরা (Muslim)। ঢাকা (Dhaka) থেকে ১৭৬ কিলোমিটার দূরে বাংলাদেশের মাগুরা জেলার বসুর ধুলজুড়ি গ্রামের ৩০০ বছরের পুরনো একটি শ্মশান কালী মন্দির ছিল, যেটি ২০০০ সালে বন্যায় (Flood) আংশিকভাবে ভেসে গিয়েছিল। সেটাই এবার তৈরি করতে চলেছে হিন্দু-মুসলিমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে।

উল্লেখ্য, বাংলাদেশে ক্রমবর্ধমানভাবে সাম্প্রদায়িক অশান্তির সংখ্যা বাড়ছে। বিশেষ করে হিন্দুদের (Hindu) উৎসবের সময় বেশ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। আর এরই মধ্যে এমন একটি ধর্মনিরপেক্ষ নজির করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশে।

রাজনৈতিক সাংবাদিক শহিদুল হাসান খোকন প্রতিবছর তাঁর বাড়ি বাসুর ধুলজুড়িতে ৩০০ বছরের কালীপুজোয় যান। সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। এবছর খোকন এবং তাৄর বন্ধুরা মন্দিরটিকে তার আসল গৌরব ফিরিয়ে আনতে একটি কমিটি গড়ার পরিকল্পনা করেন।

এই নিয়ে তিনি বলেন, ‘২০০০ সালে এখানে একটি বড় বন্যা হয়েছিল, যার ফলে গ্রামের অর্ধেক বাড়ি এসে গিয়েছিল এবং মন্দিরের একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা কোনওভাবে কালী মূর্তিটি রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু আমরা একটি কমিটি গঠন করার পরিকল্পনা করছি এবং গ্রামে একটি সঠিক মন্দির নির্মাণে আমাদের সাহায্য করার জন্য বাংলাদেশ এবং ভারত সরকারের (Government of India) কাছে আবেদন করছি।’

Bangladesh,Hindu,Muslim,Dhaka,Kali Puja,Kali Mandir,Magura,300 years old temple,হিন্দু,মুসলিম,৩০০ বছরের মন্দির,কালী মন্দির,ঢাকা,মাগুরা,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

উল্লেখ্য, ভারত সরকার বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক খাতে, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রকল্পের জন্য অনুদান দেয়। এবার একটি কালীমন্দির পুনর্নির্মাণের জন্য সাহায্য চাইল বাংলাদেশ।