বাংলা হান্ট ডেস্ক : ব্রুকলিন থেকে গ্রেফতার ২২ বছরের এক বাংলাদেশি যুবক। যুবকের নাম আশিকুল আলম সে নিউইয়র্কের টাইমস্ স্কোয়াডে কষেছিল হামলার ছক।জানা গিয়েছে, ২০১৮ থেকেই তাঁর উপর নজরদারী চালাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর এক গুপ্তচর।ওই গুপ্তচরের সাহায্যে এফবিআই-এর পাতা ফাঁদে পা দিয়ে আগ্নেয়াস্ত্র কিনতে এসেই ধরা পড়ে যায় আশিকুল।
জানা গিয়েছে, এখন আশিকুল আলমকে জিজ্ঞাসাবাদ করছেন এফবিআই এর তদন্তকারী গোয়েন্দা সংস্থা।ম্যানহাটনের বিভিন্ন জায়গার ছবি তোলে সে। এছাড়া ‘সুইসাইড জ্যাকেট’ পরে বা এআর-১৫ রাইফেলের সাহায্যে টাইম্স স্কোয়ারে হামলার পরিকল্পনা ছিল আশিকুলের।
আশিকুলের চশমা যাতে তাঁর এই হামলার পরিকল্পনার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য চোখে লেজার সার্জারি করানোর পরিকল্পনাও ছিল তার। ম্যানহোটের বিভিন্ন জায়গায় ছবিও তোলে সে।এই হামলার পরিকল্পনার বিস্তারিত জানার পথে তদন্তকারী গোয়েন্দা সংস্থা।