৬ মাসের মাথায় চতুর্থবার বিয়ে করলেন নোবেল! জাপটে চুম্বন, স্ত্রীয়ের চুল টেনে যুদ্ধ শুরু! দেখুন ছবি…

বাংলা হান্ট ডেস্ক: চতুর্থবার! সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ছয় মাসের মধ্যে চতুর্থবার বিয়ে করলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী (Singer) নোবেল (Mainul Ahsan Noble)।

   

সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন বাংলাদেশের (Bangladesh) মইনুল এহসান নোবেল। সেখানে এক তরুণীর সঙ্গে আলিঙ্গনরত ও চুম্বন করা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। এর কিছুক্ষণ পরই আরও একটি পোস্টে নোবেল জানান, বিয়ে করেছেন তাঁরা। নোবেলের নতুন স্ত্রীয়ের নাম ফারজানা আরশি (Farzan Arshi)। জানা যাচ্ছে, নোবেলের চতুর্থ স্ত্রী বাংলাদেশের এক ফুড ভ্লগারের স্ত্রী। ফারজানা নিজেও নাকি ফুড ভ্লগার (Food Vlogger)। যদিও এখনও এই ফারজানার প্রোফাইলে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে একাধিক ছবি বর্তমান রয়েছে। আর সেই নিয়ে প্রশ্ন উঠছে তাঁদের কি আদৌ আইনত বিচ্ছেদ হয়েছে?

আরও পড়ুন: আর্জেন্টিনা থেকেও মুছল লাল! নতুন প্রেসিডেন্ট হলেন ‘ডানপন্থী’ মিলেই

এরই পাশাপাশি ফারাজানার সঙ্গে একটি ছবি দেন নোবেল। যেখানে তাঁর নতুন স্ত্রীয়ের কোলে জাপটে ধরে বসে রয়েছেন নোবেল।

বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোবেল প্রথম বিয়ে করেন রিমি নামের এক মহিলাকে। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই নাকি নোবেলকে ডিভোর্স দেন। এরপর এক আত্মীয়ের মেয়েকে পারিবারিক সূত্রে বিয়ে করেন নোবেল। সেটিও বেশি দিন টেকেনি। নোবেল ‘সারেগামাপা’-র মঞ্চে হেসে রাতারাতি জনপ্রিয় হলেও সেই জনপ্রিয়তা বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি। ব্যক্তিগত জীবন ছাড়াও সামাজিক জীবনেও তাঁকে নিয়ে নানা বিতর্ক উঠেছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিলেন নোবেল। আর এরই মধ্যে খবর এল এক, দুই, তিন, চার…চতুর্থবার বিয়ে করলেন নোবেল।

Avatar
Monojit

সম্পর্কিত খবর