বাংলা হান্ট ডেস্ক ঃ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সবসময়ই এক ঠান্ডা যুদ্ধ চলে আসছে। অবশেষে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফিরিয়ে নিতে চলেছে মায়ানমার।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছিল বাংলাদেশ। অবশেষে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানায় মায়ানমার।
মোট ২২ হাজার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার তালিকা দেয় বাংলাদেশ। তার মধ্যে থেকে ৩ হাজার ৫৪০ জনকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার।আগামী ২২ শে আগস্ট থেকে তাদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।