বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের জারি করা নতুন নোটিসে কিছুটা বেকায়দায় পড়েছেন এক বিশেষ অংশের মহিলারা। ৩১ শে মার্চ নাগাদ জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এবার থেকে যদি কোনও মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। শুধুমাত্র লিঙ্ক করা অ্যাকাউন্টগুলিতেই এবার থেকে টাকা ঢুকবে।
কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, যে কোনও প্রকল্পের টাকা জনগণের হাতে তুলে দিতে আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। টাকা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এমন নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে রাজ্য সরকারও একই পথে হাঁটতে চলেছে। এতে প্রত্যেক নাগরিকদের সচেতনতাও বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।
সেই সঙ্গে মনে করা হচ্ছে যাতে কোন একজন মানুষও সরকারের কোন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই জন্য এই উদ্যোগটি আরও বেশি করে নেওয়া হচ্ছে। যে সকল মহিলাদের ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক করা হয়নি তাদের দ্রুত এই পদ্ধতি সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।
২০২১ সালের ভোটে জিতে ক্ষমতায় আসার আগেই মমতা ব্যানার্জির দল তৃণমূলের তরফ থেকে প্রকাশিত ইস্তাহারেই এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছিল। ২৫ বছর বয়সের বেশি রাজ্যের সকল মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে এবং সেই মহিলা যদি তফসিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের হয়ে থাকেন, তাহলে তারা ৫০০-র বদলে ১০০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে হাতে পাবেন বলে জানানো হয়েছিল।
সরকারের দাবি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮৮ লক্ষ মহিলা প্রতি মাসে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ হাতে পাচ্ছেন। এই সংখ্যা আরো বাড়বে ভবিষ্যতে। কারণ ১লা এপ্রিল থেকে রাজ্য জুড়ে আরম্ভ হওয়া দুয়ারে সরকার শিবিরে অনেক মহিলা আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এমনটা ঘোষণা করার পর থেকে এই আবেদনের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।