বাংলাহান্ট ডেস্ক : আর্থিক লেনদেন হোক কিংবা টাকা জমানো, আবার সরকারি প্রকল্পের অনুদান পাওয়া। সব ক্ষেত্রেই এখন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া চলে না। দেশের এমন কোনো মানুষ নেই যাঁর ব্যাংক অ্যাকাউন্ট নেই। ব্যাংকের লেনদেনের সুরক্ষা যেমন বেশি, ঠিক তেমনি ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ স্কিমে বিনিয়োগ করে লাভের পরিমাণও বেশি। আজকাল অনেকেরই একটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট কিংবা একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে। এই বিষয়টি কি আইনত?
একজন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বৈধ কিনা এই ব্যাপারে প্রশ্ন ওঠে। কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)? এবার থেকে কোন ব্যক্তি যদি একাধিক ব্যাংকে একাউন্ট খুলতে চান তাহলে RBI এর এই নিয়ম নাম মানলে হতে পারে আইনত জরিমানা কিংবা শাস্তি। তাই এমন ঝামেলা থেকে বাঁচার জন্য একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং আইন সম্পর্কে বিস্তারিত জেনে নিন, সতর্ক হোন।
আরোও পড়ুন : বাংলার বুকেই আছে এক টুকরো মেঘালয়! বাঁকুড়ার পাহাড়ের কোলের এই পার্ক এখন ড্রিম ডেস্টিনেশন
ব্যাংক অ্যাকাউন্টের প্রকারভেদ:- সেভিংস একাউন্ট (Savings Account), কারেন্ট একাউন্ট (Current Account), স্যালারি একাউন্ট (Salary Account), জয়েন্ট একাউন্ট (Joint Account), ফিক্সড ডিপোজিট একাউন্ট (Fixed Deposit Account), জিরো ব্যালেন্স একাউন্ট (Zero Balance Account)। একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকা কি আইনসম্মত?
আরোও পড়ুন : এক্কেবারে কম খরচ! এই কলেজেই স্বল্পমূল্যে পড়তে পারবেন MBBS, জেনে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা
এই প্রসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, একজন ব্যক্তি তার নিজের নামে যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু প্রত্যেক একাউন্টের জন্য ওই ব্যক্তিকে আলাদা আলাদা KYC নথি জমা দিতে হবে। যদি একই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সে ক্ষেত্রে একই হতে হবে CIF নম্বর। CIF নম্বর আলাদা হলে সেটি মার্জ করতে হবে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে গেলে নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক অ্যাকাউন্টগুলি আপডেট করতে হবে।
কিন্তু কোন ব্যক্তির যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সে প্রত্যেকটা অ্যাকাউন্টে লেনদেন করা সম্ভব হয় না। লেনদেন কমে যাওয়ার কারণে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বাড়তি অ্যাকাউন্টগুলি। তাই সেই নিষ্ক্রিয় ব্যাংক একাউন্টগুলি থেকে ব্যাংক অতিরিক্ত চার্জ কাটে। তাই নিজের নামে যত খুশি ব্যাংক অ্যাকাউন্ট খুললেও যদি সঠিকভাবে চালু রাখতে না পারেন তাহলে কিন্তু অনেকগুলো টাকা চলে যেতে পারে ব্যাংকের ঘরে। এটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।