টানা ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, চিন্তা বাড়ছে আমজনতার

মাস পেরোলেই হোলি। মার্চের ৯, ১০ হোলির উত্সব। আর তার মধ্যে আনন্দে মেতে উঠবেন সবাই। বেরঙ জীবনে নতুন করে রঙ ভরতে সবাই জমিয়ে খেলবে হোলি। স্বাভাবিকভাবেই  বাড়ি থেকে বাচ্চাদের জন্য এই সময় খরচ পরে অনেক।  আর এই  পরিস্থিতিতে যদি ব্যাংকের ঝাপ বন্ধ থাকে তাহলে তো আর কথা নেই। তাও আবার বেশ কয়েকদিনের জন্য । তবে, এবার হোলির চারদিকে একই ধরণের সমস্যা দেখা দেবে।

আগামি মাসে ব্যাংকগুলি টানা ৮ দিন বন্ধ থাকবে। তাই লোকজনকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে হয়তো। সুতরাং, ব্যাংকগুলি বন্ধ করার আগে সাবধান হওয়া এবং  প্রয়োজনীয় ্টাকা পয়সা তুলে রাখার ব্যবস্থা করা উচিত।  নাহলে টাকা  না থাকার কারণে হোলি উতসব ভোকাটা হতে পারে।আর্থিক বছরের শেষ মাস হওয়ায় রিটার্ন দাখিল ও নিরীক্ষা পরিচালনায় অসুবিধা হবে। মার্চ মাসের ৮ তারিখ যেহেতু  রবিবার সেই কারণে ব্যাংকগুলি বন্ধ থাকবে।ASB1আবার ৯ এবং ১০ই মার্চ এ হোলির ছুটির জন্য ব্যাংকগুলি খুলবে না। াবার ১১ এবং ১২ এবং ১৩ মার্চ, ব্যাংকগুলিতে ধর্মঘটের কারণে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের ঝাপ। এখানেই শেষ নয়, ১৪ মার্চ দ্বিতীয় শনিবার এবং ১৫ ই মার্চ রোববারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।এজেন্সিগুলি সরানোর কারণে, এই সময়ের মধ্যে াবার টাকাগুলি এটিএমগুলিতে প্রবেশ করতে দেওয়া হবে না। সুতরাং এটিএম থেকেও টাকা পাওয়া  বেশ কঠিন হবে।

এটিএমগুলিতে টাকা রাখার দায়িত্ব এখন ব্যাংকগুলিতে এসে পড়েছে। তবে শ্রমিকরা কেবল কাজের সময় নগদ স্থানান্তর করতে পারে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে এটিএম খালি হয়ে যায়।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইনটি হ’ল এটিএমটি যুক্ত হবে যখন কেবল ব্যাংকটি খোলা থাকবে । এবার সব মিলিয়ে পরিস্থিতি কোন্দিকে মোর নেবে তা এখন বলা মুশকিল।  তাই সেই সময়ের আগে থেকেই টাকা পয়সা নিয়ে সচেতন হতে হবে।

 

সম্পর্কিত খবর