হরতালে নামছেন ব্যাঙ্ক কর্মীরা, ATM-এও হতে পারেন নগদ সংকট! এই দিনের মধ্যে মিটিয়ে নিন কাজ

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্ক সংক্রান্ত কোনো কাজ করতে হলে এখনি সেরে ফেলার মত পরিস্থিতিই তৈরী হয়েছে কারণ আগামী ১৯শে নভেম্বর ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হতে চলেছে। প্রকৃতপক্ষে, ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটের ডাক দেওয়ার জন্য ব্যাঙ্ক পরিষেবায় রীতিমতো প্রভাব পড়তে চলেছে। জানা গিয়েছে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রায় সব কর্মীই এই একদিনের ধর্মঘটে সামিল হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাঙ্ক অফ বরোদা স্টক এক্সচেঞ্জের তরফে জানানো হয়েছে যে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (AIBEA) সাধারণ সম্পাদক ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে ধর্মঘট ডাকার নির্দেশ দিয়েছেন এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই নোটিশে, ব্যাঙ্ক ইউনিয়নের তরফে তাদের দাবিগুলো তুলে ধরার পাশাপাশি ব্যাঙ্কের কাজ বন্ধ রাখার কথাও বলা হয়েছে।

যদিও ধর্মঘটের দিন ব্যাঙ্কের শাখা ও অফিসে কার্যক্রম চালু রাখতে যথাযথ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ব্যাঙ্ক। কিন্তু অন্যদিকে ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে গেলে ব্যাঙ্কগুলির শাখা ও অফিসের কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রকৃতপক্ষে, ১৯শে নভেম্বর একটি শনিবার এবং ব্যাঙ্কের কাজ প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে। তাই এই ধর্মঘটের জন্য চলতি মাসের তৃতীয় শনিবারেও ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হবে।

STATE BANK

এমন পরিস্থিতিতে শনিবার ধর্মঘটের কারণে কাজ বন্ধ থাকবে, পরের দিন রবিবার ছুটি থাকবে। এমতাবস্থায়, আপনাকেও যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ সেরে ফেলতে হয়, তাহলে এই সপ্তাহেই সেরে ফেলুন। এ ক্ষেত্রে আপনার জেনে রাখা ভালো যে পরের দিন রবিবার হওয়ার কারণে সাধারণ মানুষকে দু’দিন ধরে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নগদ সঙ্কটে পড়তে হতে পারে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর