কপাল খুলে গেল ব্যাঙ্ক কর্মীদের, সপ্তাহে বাড়ছে ছুটি, সঙ্গে বেতনও! বড় উপহার দিতে চলেছে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় তথ্য সামনে এসেছে। বিশেষ করে দেশের (India) ব্যাঙ্ক কর্মচারীদের (Bank Employees) জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শীঘ্রই ছুটির বিষয়ে ব্যাঙ্কের কর্মচারীদের বড়সড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। গত মঙ্গলবার রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়, অর্থ প্ৰতিমন্ত্রী জানান যে, এমন একটি প্রস্তাব এসেছে। যার ওপর শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়ার পরই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত বেশ কয়েকমাস ধরেই ব্যাঙ্ক কর্মচারীরা সপ্তাহে ৫ দিন কাজের বিষয়ে দাবি করে আসছেন। এদিকে, এখনও পর্যন্ত মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। এমতাবস্থায়, সরকার এই প্রস্তাব অনুমোদন করলে মাসের প্রথম ও তৃতীয় শনিবারও ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা।

সরকারের কাছে প্রস্তাব পেশ করেছে অ্যাসোসিয়েশন: সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীক গতকাল রাজ্যসভায় প্রশ্ন করেন যে, ব্যাঙ্কগুলিতে ৫ দিন কাজ করার কোনো প্রস্তাব কি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে? এবং সরকার কি এটা বাস্তবায়ন করবে? এই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ।

আরও পড়ুন: ঘুম উড়েছে আম্বানির! বছর শেষে ১ লক্ষ কোটির সম্পদ বাড়িয়ে শীর্ষ ১৫ ধনকুবেরের তালিকায় এন্ট্রি আদানির

সেখানে তিনি বলেন যে, সরকারি ব্যাঙ্কগুলির ম্যানেজমেন্ট বডি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন, সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। যদিও, তিনি এই প্রস্তাবে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তা বলেননি। তবে, প্রতিমন্ত্রী এটা জানান যে, ২০১৫ সালের ২৮ অগাস্ট ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি হয়েছিল। তারপর থেকেই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে।

আরও পড়ুন: মিস করবেন না এই সুযোগ! সপ্তম শ্রেণি পাশেই মিলবে সরকারি চাকরি, এভাবে করুন আবেদন

বেতন বৃদ্ধির প্রস্তাবও পেশ করা হয়: মিডিয়া রিপোর্ট অনুসারে, বেতন বৃদ্ধির উপহারও পেতে পারেন দেশের ব্যাঙ্ক কর্মচারীরা। চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবের ওপর আলোচনাও শেষ পর্যায়ে। উল্লেখ্য যে, সরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বর্তমান বেতন চুক্তি শেষ হয়েছে ২০২২ সালের নভেম্বরে। এরপর কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে দেশে ৮.৫ লক্ষেরও বেশি ব্যাঙ্ক কর্মী রয়েছেন যাঁরা বেতন বৃদ্ধি সহ ৫ দিন কাজ করার সুখবর পেতে পারেন। লোকসভা নির্বাচনের আগে এই নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর